Tuesday, May 24, 2022

বিশ্বে প্রথমবার বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ১০ কোটি ছাড়াল: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক:

বিশ্বে প্রথমবারের মতো জোরপূর্বক বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ১০ কোটি ছাড়িয়েছে। সোমবার এক বিবৃতিতে জাতিসংঘ এ তথ্য জানিয়েছে।

জাতিসংঘ বলছে, ইউক্রেন যুদ্ধের কারণে অনেক মানুষ শরণার্থী হওয়ার প্রভাব সামগ্রিকভাবে পড়েছে এই সংখ্যায়।

জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, যুদ্ধ, সহিংসতা, মানবাধিকার লঙ্ঘন ও নিপীড়নের কারণে অনেক মানুষ পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এ কারণেই প্রথমবারের মতো জোরপূর্বক বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ১০ কোটি স্পর্শ করেছে। সংস্থাটি এই সংখ্যাকে ‘বিস্ময়কর মাইলফলক’ হিসেবে অভিহিত করেছে।

বিবৃতিতে বাস্তুচ্যুত মানুষের সংখ্যাকে ‘আশঙ্কাজনক’ উল্লেখ করে ইউএনএইচসিআরের হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি বলেন, এই সংখ্যা যুদ্ধ থামাতে বিশ্বকে অবশ্যই তাগাদা দেবে।

The post বিশ্বে প্রথমবার বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ১০ কোটি ছাড়াল: জাতিসংঘ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a5%e0%a6%ae%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%81%e0%a6%9a%e0%a7%8d/

No comments:

Post a Comment