Tuesday, May 17, 2022

বন্যায় ভাসছে সিলেট, জ্বলছে না চুলা

ফাতেহ ডেস্ক:

সুরমা নদী উপচে সিলেট নগরের অভিজাত এলাকা খ্যাত শাহজালাল উপশহর থেকে শুরু করে বিভিন্ন এলাকায় বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে পানি ঢুকেছে। কোথাও হাঁটুপানি, কোথাও কোমর সমান। মানুষজন রাস্তায় বের হতে পারছে না। বাড়ির রিজার্ভ ট্যাংকে নর্দমার পানি ঢুকে গেছে।

বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। রান্নাঘর তলিয়ে যাওয়ায় চুলা জ্বলছে না।

জেলার জৈন্তাপুর, কানাইঘাট ও কোম্পানীগঞ্জে বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হয়েছে। বাকি উপজেলাগুলোতে পরিস্থিতি অপরিবর্তিত। গোয়াইনঘাটে পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে। বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের মির্জারগাঁও, মাহতাবপুর, মাধবপুর, শাহপুর, সাহেবনগর, শাখারীকোনা, মাখরগাঁও, আকিলপুর, রসুলপুর, তিলকপুর, হাজারীগাঁও ও খাজাঞ্চী ইউনিয়নের বিভিন্ন এলাকায় পানি ঢুকেছে। এতে কয়েক লাখ মানুষ পানিবন্দি হয়ে দুর্ভোগ পোহাচ্ছে।

সুনামগঞ্জে সুরমা, কুশিয়ারা, যাদুকাটা, পুরাতন সুরমার পানি বিপত্সীমার ওপর দিয়ে যাচ্ছে। ভারতের মেঘালয়ের ভারি বর্ষণের ফলে জেলা শহর, ছাতক পৌর শহরের বিভিন্ন পাড়া-মহল্লার সড়ক, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ বাসাবাড়িতে ঢলের পানি ঢুকেছে। সড়ক তলিয়ে গেছে। যান চলাচল ব্যাহত হচ্ছে। ২১৬টি প্রাথমিক বিদ্যালয়ে পানি ঢুকেছে।

পরিস্থিতি বিবেচনায় সিলেট সিটি করপোরেশন নগরের সাতটি ওয়ার্ডে ১৬টি আশ্রয়কেন্দ্র খুলেছে।

সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী বলেন, ‘আমাদের নগরের খাল-ছড়া-ড্রেনের পানি যেখানে সুরমায় গিয়ে পড়ার কথা, এখন উল্টো সুরমার পানি এসব খাল-নালা দিয়ে নগরে প্রবেশ করছে। ’ আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে জানিয়ে তিনি বলেন, দুটি মেডিক্যাল টিম প্রস্তুত করা হয়েছে, শুকনা খাবার বিতরণেরও ব্যবস্থা করা হয়েছে।

সুনামগঞ্জ পৌর শহরের তেঘরিয়া, জগন্নাথবাড়ী বাজার, উকিলপাড়া, নবীনগর এলাকার সড়ক তলিয়ে গেছে। শহরের তেঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বক্ষব্যাধি ক্লিনিক, বিয়াম স্কুল, উপজেলা ভূমি অফিসে পানি প্রবেশ করেছে। ছাতক পৌর শহরের বিভিন্ন পাড়া-মহল্লা প্লাবিত হয়েছে। জেলার পাঁচটি উপজেলার ২১৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্লাবিত হয়েছে।

সুনামগঞ্জ প্রাথমিক শিক্ষা অফিসার মো. আমিনুল ইসলাম বলেন, সোমবার রাত থেকে গতকালের মধ্যে ছাতকে ১৭২, দোয়ারাবাজারে ২৩, সদর উপজেলার ২০ এবং শান্তিগঞ্জের একটিসহ ২১৬টি স্কুলে পানি প্রবেশ করেছে। এতে স্কুলের অবকাঠামোর ক্ষয়ক্ষতিসহ পাঠদানও বিঘ্নিত হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী-২ শামসুদ্দোহা বলেন, এক সপ্তাহ ধরে পাহাড়ি ঢল ও বর্ষণ অব্যাহত আছে। সোমবার রাত থেকে অস্বাভাবিক পানি বৃদ্ধি পেয়ে বিপত্সীমা ছাড়িয়ে রাস্তাঘাট ও বসতবাড়ি প্লাবিত হয়েছে। আগামী ৪৮ ঘণ্টা আসাম, মেঘালয়ে ভারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।

 

The post বন্যায় ভাসছে সিলেট, জ্বলছে না চুলা appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b8%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%87%e0%a6%9f-%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%b2%e0%a6%9b/

No comments:

Post a Comment