Tuesday, May 24, 2022

সেনাপ্রধানের সঙ্গে ফিলিস্তিন প্রতিনিধিদলের সাক্ষাৎ

ফাতেহ ডেস্ক:

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সফররত ফিলিস্তিন প্রতিনিধিদল।

সোমবার (২৩ মে) সেনাবাহিনী সদর দপ্তরে সাক্ষাতকালে ফিলিস্তিন প্রতিনিধিদলের নেতা হিসেবে উপস্থিত ছিলেন দেশটির মিলিটারি ইন্টেলিজেন্সের মহাপরিচালক মেজর জেনারেল জাকারা এ এইচ মুছলেহ।

এর আগে পোল্যান্ড দূতাবাসের সামরিক উপদেষ্টা কর্নেল র‌্যাডোসলো গ্র্যাবাস্কি সেনাবাহিনী প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাতকালে পারস্পরিক কুশলাদি বিনিময়ের পর সেনাবাহিনী প্রধান বাংলাদেশে সফরের জন্য ফিলিস্তিন প্রতিনিধিদলকে ধন্যবাদ জানান এবং উভয় দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও ভবিষ্যৎ অগ্রগতির বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

এই আলোচনার মাধ্যমে ফিলিস্তিন ও বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যকার সম্পর্কের অগ্রযাত্রার নতুন দ্বার উন্মোচিত হলো।

 

The post সেনাপ্রধানের সঙ্গে ফিলিস্তিন প্রতিনিধিদলের সাক্ষাৎ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b8%e0%a7%87%e0%a6%a8%e0%a6%be%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%87-%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%b8/

No comments:

Post a Comment