আন্তর্জাতিক ডেস্ক:
পশ্চিম আফ্রিকান দেশ মালিতে ‘পশ্চিমা-সমর্থিত’ সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে একটি অভ্যুত্থানের চেষ্টা চালানোর অভিযোগ ওঠেছে। সোমবার (১৬ মে) দেশটির অন্তর্বর্তী সরকার এক বিবৃতিতে এ অভিযোগ করে।
মালির অন্তর্বর্তীকালীন জান্তা সরকারের বিবৃতিতে জানা যায়, ১১ এবং ১২ মে’র মধ্যবর্তী রাতে অভ্যুত্থানের চেষ্টা চালায় ‘পশ্চিমা-সমর্থিত’ সামরিক কর্মকর্তারা। তবে ক্ষমতাসীন জান্তা সরকার এ প্রচেষ্টা বানচাল করে।
বিবৃতিতে আরও জানা যায়, অভ্যুত্থান চেষ্টায় জড়িত ও সহযোগীদের শনাক্তে সীমান্ত চৌকি এবং রাজধানী বামাকোতে প্রবেশের মুখে নিরাপত্তা বাড়ানো হয়েছে। চালানো হচ্ছে তল্লাশি। খবর এপি।
অভ্যুত্থান চেষ্টার ঘটনায় একটি তদন্ত শুরু হয়েছে বলে জানা যায় বিবৃতিতে। এবং ‘আটক ব্যক্তিদের’ বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছে মালির অন্তর্বর্তীকালীন জান্তা সরকার।
প্রতিশ্রুত নির্বাচন ও দ্রুত বেসামরিক শাসন পুনরুদ্ধারে ব্যর্থতায় মালির জান্তা সরকার এবং পশ্চিমের মধ্যে উত্তেজনা চলছে। এছাড়া জান্তা সরকারের পক্ষে রাশিয়ার ভাড়াটে সৈন্য মোতায়েনেও বিরাজ করেছে উত্তাপ।
পশ্চিমাদের অভিযোগ রাশিয়ান ভাড়াটে সৈন্যরা মালির বেসামরিকদের গণহত্যার সাথে জড়িত। যদিও পশ্চিমারা এক দশক ধরে মালির সরকারগুলোকে ইসলামপন্থী বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করছিল।
২০২০ সালের আগস্ট থেকে পশ্চিম আফ্রিকার দেশ মালি, গিনি এবং বুর্কিনা ফাসোতে সংগঠিত হয়ে একাধিক সামরিক অভ্যুত্থান। গণতান্ত্রিক অগ্রগতি ব্যহতের অভিযোগ তুলে দেশগুলোর ওপর নিষেধাজ্ঞা জারি করে পশ্চিম আফ্রিকান দেশগুলোর অর্থনৈতিক জোট- ইকোওয়াস।
The post মালিতে ‘পশ্চিমা মদদপুষ্ট’ সৈন্যদের অভ্যুত্থান চেষ্টার অভিযোগ appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%ae%e0%a6%be-%e0%a6%ae%e0%a6%a6%e0%a6%a6%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f/
No comments:
Post a Comment