Saturday, August 20, 2022

খাদ্যপণ্যের বিনিময়ে জ্বালানি কিনতে চায় তালেবান

আন্তর্জাতিক ডেস্ক:

বিভিন্ন ধরনের পণ্যের বিনিময়ে রাশিয়া থেকে জ্বালানি আমদানি করতে চায় অফগানিস্তানের তালেবান সরকার। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরআইএকে তালেবানের শিল্প ও বাণিজ্যমন্ত্রী নুরুদ্দীন আজিজ জানিয়েছেন, বিভিন্ন খনিজ দ্রব্যের পাশাপাশি কিশমিশ ও ভেষজ ওষুধের বিনিময়ে আমরা দেশটি থেকে জ্বালানি আমদানি করতে চাই। শনিবার (২০ আগস্ট) আরটির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

নরুদ্দীন আজিজ বলেন, আফগানিস্তান ঐতিহাসিকভাবে রাশিয়ায় প্রচুর পরিমাণে কিশমিশ সরবরাহ করে আসছে। আমরা শত শত টন এই ধরনের পণ্য সরবরাহ করতে পারি। ওষুধি গাছের দাম এখন অনেক বেশি ও রাশিয়ার ওষুধের জন্য এই জাতীয় কাঁচামাল প্রয়োজন। আমরা রাশিয়ার কারখানাগুলোতে কাঁচামাল সরবরাহ করতে পারি, যেমনটি এরই মধ্যে চীনের সঙ্গে করছি।

এই সপ্তাহের শুরুর দিকে নুরুদ্দিন বলেন, কাবুল রাশিয়ান অপরিশোধিত এক মিলিয়ন ব্যারেল বা তারও বেশি জ্বালানি কিনতে চায়।

The post খাদ্যপণ্যের বিনিময়ে জ্বালানি কিনতে চায় তালেবান appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%96%e0%a6%be%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%af%e0%a6%aa%e0%a6%a3%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%ae%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be/

No comments:

Post a Comment