Tuesday, May 18, 2021

ইজরাইলকে আরো অত্যাধুনিক অস্ত্র দিচ্ছে বাইডেন প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক:

গাজা উপত্যকায় ইজরাইলি আগ্রাসন ও হত্যাযজ্ঞের মধ্যে নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারে তেলআবিবের কাছে এমন ৭৩ কোটি ৫০ লাখ ডলারের অস্ত্র বিক্রি অনুমোদন দিয়েছে মার্কিন কংগ্রেস, যা বাংলাদেশী মুদ্রায় ৬ হাজার ২০০ কোটি টাকারও বেশি।

মার্কিন কংগ্রেসের বেশ কয়েকটি সূত্র এসব তথ্য জানিয়েছে। ইজরাইলের কাছে বাণিজ্যিকভাবে এসব অস্ত্র বিক্রির আগ্রহের কথা গত ৫ মে সরকারের পক্ষ থেকে কংগ্রেসকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয় বলে জানিয়েছেন কংগ্রেসের তিনজন কর্মী। বিদেশী কোনো রাষ্ট্রের সাথে বড় ধরনের অস্ত্র বিক্রি চুক্তি কার্যকরের আগে নিয়মিত পর্যালোচনা প্রক্রিয়ার অংশ হিসেবেই কংগ্রেসকে বিষয়টি জানানো হয়। বাইডেন প্রশাসনের কাছ থেকে আনুষ্ঠানিক তথ্য পাওয়ার পর অস্ত্র বিক্রির বিষয়টি অনুমোদন না করার জন্য কংগ্রেস ২০ দিন সময় পাবে। অবশ্য এ বিষয়ে কংগ্রেসের অনুমোদনের বিষয়টি মানতে বাধ্য নয় মার্কিন সরকার।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ টুইটারে বলেছেন যখন যুক্তরাষ্ট্রের অস্ত্র ও বোমা নিরপরাধ ফিলিস্তিনিদের ওপর বৃষ্টির মতো বর্ষিত হচ্ছে তখন মার্কিন সরকার আরো ৭৩ কোটি ৫০ লাখ ডলার মূল্যের ‘নিখুঁত’ ক্ষেপণাস্ত্র তেলআবিবকে দিচ্ছে যাতে ইজরাইল আরো বেশি ফিলিস্তিনি শিশুকে আরো বেশি নিখুঁতভাবে হত্যা করতে পারে। বিশ্ববাসী ইজরাইল ও তার সমর্থকদের কদর্য চেহারা চিনে রাখছে।

সূত্র : ওয়াশিংটন পোস্ট ও রয়টার্স

The post ইজরাইলকে আরো অত্যাধুনিক অস্ত্র দিচ্ছে বাইডেন প্রশাসন appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%87%e0%a6%9c%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2%e0%a6%95%e0%a7%87-%e0%a6%86%e0%a6%b0%e0%a7%8b-%e0%a6%85%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a7%e0%a7%81%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%95/

No comments:

Post a Comment