হাসান রোবায়েত:
(রাশেদ ভাইকে)
কাঁদে নিঝঝুম নির্ঘুম ওই হাওরের তৃণখাত
মোহাম্মাদ, মোহাম্মাদ
নদীর মধ্যে বুদবুদ ফোটে ঢেউয়ে কাঁপে অনুনাদ
মোহাম্মাদ, মোহাম্মাদ
আত্নার ফুলে ওড়ে ঝুরঝুর রৌদ্রের মিঠা স্বাদ
মোহাম্মাদ, মোহাম্মাদ
দেখে অশ্বের ধুলা রিনরিন বোখারা ও বাগদাদ
মোহাম্মাদ, মোহাম্মাদ
কতদূর সেই অন্ধের সুর নিখিলের পরমাদ
মোহাম্মাদ, মোহাম্মাদ
সিরিয়ার ধুধু জলপাইবনে নামে পারদের রাত
মোহাম্মাদ, মোহাম্মাদ
টিউলিপ খেতে শুধু দেখা যায় নীল জিরাফের কাঁধ
মোহাম্মাদ, মোহাম্মাদ
নিক্রপলিস থেকে কতদূর মৃত্যুর অবসাদ
মোহাম্মাদ, মোহাম্মাদ
ফ্লেমিঙ্গোরা ঠোঁটে নিয়ে যায় সাভানার বিস্বাদ
মোহাম্মাদ, মোহাম্মাদ
এখানে গমের হলুদাভ শীষও বাকশাল-ফ্যাসিবাদ
মোহাম্মাদ, মোহাম্মাদ
শিশুদের ভুখা চোখের দু পাশে ফুলে ওঠে তন্দুর
হাঙরের হাঁয়ে জ্বলে দাউ দাউ যেন গ্রানিটের চুলা
বনভীত এক হরিণের মতো বেপথু হাওয়ার দল
খুরের আঘাতে উড়িয়ে দিচ্ছে সাইপ্রেস বনে ধুলা
এখানে কমলা ফুলগুলো ঝরে ইগলের নিঃশ্বাসে
হিমনদীস্রোতে কবেকার পাতা ভেসে গেছে মন্থর
উড্ডীয়মান বাতাসে হলুদ বর্ণের বালু ওড়ে
হাজার কাবার দিকে ধেয়ে আসে আবরাহা বর্বর
নামে ঝাঁক ঝাঁক ইউনিকর্ন নাই সীমা-পরিসীমা
সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা
হ্রদে ঝিমঝিম পানির আওয়াজ যেন ঘোরে কারো তাঁত
মোহাম্মাদ, মোহাম্মাদ
প্রতিটা এটমে ফোটে ফুল যেন বাজতেছে সেরেনাদ
মোহাম্মাদ, মোহাম্মাদ
ভেড়ারা পেরিয়ে গেছে বহুদূর মাচু পিকচুর খাদ
মোহাম্মাদ, মোহাম্মাদ
বিস্তীর্ণ সে মাঠ ভরে কাঁদে পায়রারা, পায়ে ফাঁদ
মোহাম্মাদ, মোহাম্মাদ
শসার ফুলের রৌদ্রেরা পড়ে পাঁপড়ির স্বীয় নাত
মোহাম্মাদ, মোহাম্মাদ
দেখছে চেরিতে দরুদের ফোটা ইঞ্জিল-তাওরাত
মোহাম্মাদ, মোহাম্মাদ
গ্র্যাভিটির মাঝে হাস্নাহেনার ঘ্রাণ ভাসে সারারাত
মোহাম্মাদ, মোহাম্মাদ
ঝিমঝিম ওই নিঃসীম দূরে হাজারাল আসওয়াদ
মোহাম্মাদ, মোহাম্মাদ
রাত্রির এই এম্পোরিয়ামে দরবেশ ভাঙে বাঁধ
মোহাম্মাদ, মোহাম্মাদ
আমার আত্মা ঘুরে ঘুরে করে কালেমার অনুবাদ
মোহাম্মাদ, মোহাম্মাদ
হাজার চাকার ঘর্ষণে বাজে মৃত্যুর ওয়ালিমা
সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা
প্রেইরির এই হাওয়া যেন রাতে অক্টোবরের পাশে
সূর্যের রঙে উড়িয়ে কেশর গমখেতে থামে ঘোড়া
আমার রুহুতে কাঠফুল তুমি ট্যানজারিনের ছায়া
শরনার্থীর ফেলে যাওয়া দেশে আমি কি ডায়াস্পোরা?
আকাশে আকাশে ঘূর্ণায়মান পোস্টাফিসের হাসি
পিতার পাঠানো টাকার মতো দিন হলো অবসান
রিক্সাঅলারা ঘাম মুছে শোনে আজানের সান্দ্রতা
তুমি আইভির গুল্মের পাশে পুষ্পের মেহমান—
হেমন্ত খাড়ি বয়ে গেছে দূরে নিখিল বয়সী মা
সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা
হাজার চাকার ঘর্ষণে বাজে মৃত্যুর ওয়ালিমা
সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা
নামে ঝাঁক ঝাঁক ইউনিকর্ন নাই সীমা-পরিসীমা
সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা
সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা।
The post সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা appeared first on Fateh24.
source https://fateh24.com/74317/
No comments:
Post a Comment