Sunday, May 9, 2021

ফিলিস্তিনিদের উচ্ছেদ করে ইজরাইল আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করছে : সুইজারল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক:

অধিকৃত ফিলিস্তিনের পূর্ব বায়তুল মুকাদ্দাস শহরের শেখ জাররাহ শরণার্থী শিবির এবং অন্য এলাকা থেকে অবৈধ ইহুদি বসতি গড়ার জন্য ফিলিস্তিনিদের উচ্ছেদ করে ইসরাইল আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করছে মন্তব্য করেছে সুইজারল্যান্ড।

ইহুদিবাদীদের এই পদক্ষেপ নিন্দারযোগ্য বলেও উল্লেখ করেছে দেশটি। রোববার সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই নিন্দা জানিয়েছে।

ইসরাইলি আদালতের সহযোগিতা নিয়ে দখলদার ইসরাইল সরকার শেখ জাররাহ শরণার্থী শিবিরের ফিলিস্তিনি নাগরিকদের উচ্ছেদ এবং তাদের ঘর-বাড়ি ধ্বংস করছে।

সেখানে নতুন একটি ইহুদি বসতি স্থাপন করার পরিকল্পনা নিয়ে এই কাজ করছে তেলআবিব। গত কয়েকদিনে ইসরাইলি সেনা ও অবৈধ বসতি স্থাপনকারী ইহুদিরা ফিলিস্তিনিদের সেখান থেকে জোর করে বের কের দেয়ার চেষ্টা করে। এ নিয়ে দফায় দফায় সংঘর্ষ হচ্ছে। এরইমধ্যে ইসরাইলি সেনাদের সহিংস হামলায় বহু ফিলিস্তিনি আহত ও বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।

The post ফিলিস্তিনিদের উচ্ছেদ করে ইজরাইল আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করছে : সুইজারল্যান্ড appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%89%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a7%87%e0%a6%a6-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%87/

No comments:

Post a Comment