ফাতেহ ডেস্ক:
আমিরে হেফাজত, দারুল উলূম হাটহাজারীর শাইখুল হাদিস আল্লামা জুনায়েদ বাবুনগরীর স্বাস্থ্যের উন্নতি হয়েছে। তবে আরো কিছুদিন হাসপাতালে থাকতে হবে বলে জানিয়েছেন ডাক্তার।
বিষয়টি তার একান্ত ব্যক্তিগত সহকারী মাওলানা ইনআমুল হাসান ফারুকী নিশ্চিত করেছেন। এর আগে গত পাঁচদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। বর্তমানে চট্টগ্রাম নগরীর সি এস সি আর হাসপাতালের হার্ড বিশেষজ্ঞ ডাক্তার ইব্রাহিমের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন তিনি।
গতকাল শনিবার বাদ আসর চেক-আপ ও চিকিৎসার জন্য চট্টগ্রামের নগরীর সি এস সি আর হাসপাতালে ভর্তি করানো হয়েছিলো আল্লামা বাবুনগরীকে। জানা গেছে, আল্লামা জুনায়েদ বাবুনগরীর অবস্থা আগের চেয়ে এখন কিছুটা ভালো। তবে ডাক্তারের পরামর্শে তিনি আরও কিছুদিন হাসপাতালে থাকবেন।
এর আগে নিয়মিত হাদিসের সবক পড়িয়েছেন। বাদ জোহর থেকে হঠাৎ কাঁপুনি দিয়ে গায়ে জ্বর আসে। এরপর থেকে শারীরিক অবস্থা দূর্বল হতে থাকে। এরপরই হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। আল্লামা জুনায়েদ বাবুনগনরীর ডায়াবেটিস ও পেশার নিয়ন্ত্রণে আছে বলে জানা গেছে। এছাড়া কিডনিতে সামান্য সমস্যা ও দীর্ঘ মেয়াদি ডায়াবেটিস এর কারণে শরীরে পানি জমে গেছে। জানা গেছে, বাম পায়ে পানি জমে থাকায় সামান্য ইনফেকশন দেখা দিয়েছে।
The post স্বাস্থ্যের উন্নতি হলেও আরো কিছুদিন হাসপাতালে থাকতে হবে আল্লামা বাবুনগরীকে appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%89%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%b9%e0%a6%b2%e0%a7%87%e0%a6%93/
No comments:
Post a Comment