ফাতেহ ডেস্ক:
দেশের ৯ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে সাত কর্মকর্তাকে ডিসি হিসেবে নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে। দুটি জেলায় অন্য জেলার ডিসিকে বদলি করা হয়েছে। আর সাত জেলার বর্তমান ডিসিদের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে উপসচিব হিসেবে বদলি করা হয়েছে। ডিসির পদটি উপসচিব পদমর্যাদার।
বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) এ বিষষে একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
নতুন ডিসিদের মধ্যে বিদ্যুৎ বিভাগের উপসচিব খালেদ মোহাম্মদ জাকিকে দিনাজপুরের, স্ট্রেনদেনিং পাবলিক ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট প্রোগ্রাম সার্ভিস ডেলিভারির প্রোগ্রাম এক্সিকিউটিভ অ্যান্ড কো-অর্ডিনেটর মোহাম্মদ সাইদুল ইসলামকে কুষ্টিয়ার, ভূমি মন্ত্রণালয়ের উপসচিব ইশরাত জাহানকে হবিগঞ্জের, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মোহাম্মদ মিজানুর রহমানকে রাঙামাটির, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. মজিবুর রহমানকে ঝিনাইদহের, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মুর্শেদা জামানকে জামালপুরের এবং জাতীয় সংসদ সচিবালয়ের উপসচিব মো. তৌফিক-ইলাহী চৌধুরীকে ভোলার ডিসি করা হয়েছে।
এ ছাড়া জামালপুরের ডিসি মোহাম্মদ এনামুল হককে ময়মনসিংহে এবং হবিগঞ্জের ডিসি মো. কামরুল হাসানকে কুমিল্লার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
The post ৯ জেলায় নতুন ডিসি appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a7%af-%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%bf/
No comments:
Post a Comment