ফাতেহ ডেস্ক:
নিরাপত্তা পরিষদে জাতিসংঘের ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত রিচার্ড মিলস বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যপ্রাচ্য নীতি হলো; পরস্পরের সম্মতিতে ঐকমত্যে পৌঁছানো দ্বিরাষ্ট্র সমাধান প্রস্তাবনাকে সহায়তা করা। যাতে ইসরাইলের পাশাপাশি ফিলিস্তিনের জনগণ স্থায়ীভাবে শান্তিপূর্ণ এবং নিরাপদে বসবাস করতে পারে।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি বলেন, প্রেসিডেন্টের দৃষ্টিভঙ্গি হলো সামনে এগিয়ে যাওয়ার জন্য একমাত্র পথই হলো দ্বিরাষ্ট্র সমাধান।
সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ফিলিস্তিনিদের দেওয়া আর্থিক সহায়তা বন্ধ করে দেয়। বন্ধ করে দেওয়া হয় যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনের কূটনৈতিক মিশন।
মিলস বলেন, বাইডেন প্রশাসন বন্ধ হয়ে যাওয়া আর্থিক সহায়তা পুনরায় চালু করবে। খুলে দেওয়া হবে ফিলিস্তিনের কূটনৈতিক মিশন। পাশাপাশি বাইডেন প্রশাসন ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য অন্যান্য দেশগুলোকে আহ্বান জানাবে।
মিলস বলেন, এসব লক্ষ্য বাস্তবায়নের জন্য বাইডেন প্রশাসন ফিলিস্তিন এবং ইসরাইলের সঙ্গে বিশ্বাসযোগ্য সম্পর্ক পুনর্স্থাপন করবে। এ প্রক্রিয়ায় ফিলিস্তিনি কর্তৃপক্ষ এবং দেশটির জনগণের সঙ্গে মার্কিন সম্পর্ক আরও জোরদার হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
‘প্রেসিডেন্ট বাইডেন পরিষ্কারভাবে জানিয়েছেন, ফিলিস্তিনের জনগণের আর্থিক উন্নয়ন কর্মসূচি এবং মানবিক কার্যক্রমে এগিয়ে নেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের সহায়তা প্রকল্প পুনরায় চালু করবেন তিনি। ট্রাম্প প্রশাসন কর্তৃক বন্ধ করে দেওয়া কূটনৈতিক মিশন চালু করতে পদক্ষেপ নেবেন বাইডেন।’ যোগ করেন মিলস।
তিনি বলেন, বাইডেন প্রশাসন স্বীকার করছে যে, ইসরাইল-ফিলিস্তিন মধ্যে শান্তি প্রতিষ্ঠা ছাড়া বিকল্প কিছু নেই।
The post ফিলিস্তিন ইস্যুতে যে নীতি গ্রহণ করেছেন বাইডেন appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%87%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%af%e0%a7%81%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%af%e0%a7%87-%e0%a6%a8%e0%a7%80%e0%a6%a4/
No comments:
Post a Comment