Saturday, January 30, 2021

সিরিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে নিহত ৬

ফাতেহ ডেস্ক:

সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর আফ্রিনে গাড়ি বোমা বিস্ফোরণে কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন ২০ জনেরও বেশি মানুষ।

শনিবার (৩০ জানুয়ারি) শহরের কেন্দ্রস্থলে বোমা হামলাটি চালানো হয়েছে বলে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও আফ্রিনের দমকল বাহিনী জানিয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর প্রকাশ করেছে।

স্থানীয় দমকল বাহিনী বলেছে, বোমা হামলায় শিশুসহ ছয়জন নিহত হয়েছেন।

তাৎক্ষণিকভাবে এ হামলার দায়িত্ব কেউ স্বীকার করেনি। তবে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় সিরিয়ান কুর্দি জনগণের সুরক্ষা ইউনিট (ওয়াইপিজি) যোদ্ধাদের এ হামলার জন্য দায়ী করেছে।

ওয়াইপিজিকে একটি সন্ত্রাসী সংগঠন বলে বিবেচনা করে তুরস্ক। তুরস্কের কুর্দি বিদ্রোহী গোষ্ঠী পিকেকের সঙ্গে ওয়াইপিজির মিত্রতা আছে বলে মনে করে তারা।

তুরস্কের সীমান্ত অঞ্চল থেকে ওয়াইপিজির যোদ্ধাদের সরিয়ে দিতে সিরিয়ার বিদ্রোহীদের সমর্থনে দেশটিতে অভিযান চালায় তুর্কি বাহিনী।

The post সিরিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে নিহত ৬ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%97%e0%a6%be%e0%a7%9c%e0%a6%bf-%e0%a6%ac%e0%a7%8b%e0%a6%ae%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ab%e0%a7%8b/

No comments:

Post a Comment