Thursday, January 28, 2021

শনিবার হেফাজত ঢাকা মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ফাতেহ ডেস্ক:

আগামীকাল ৩০ জানুয়ারি শনিবার হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর আলোচনা সভা অনুষ্ঠিত হবে। রাজধানীর খিলগাঁও মাখজানুল উলুম মাদরাসা মিলনায়তনে এ সভায় দলটির পূর্ণাঙ্গ কমিটিও ঘোষণা করা হবে।

এতে সভাপতিত্ব করবেন হেফাজতে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় ভারপ্রাপ্ত মহাসচিব আল্লামা নূরুল ইসলাম জিহাদী।

হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য মাওলানা রাশেদ বিন নূর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ কমিটি ঘােষণা ও আলোচনা সভায় উপস্থিত থাকবেন ঢাকা মহানগর সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব ও ঢাকা মহানগর সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ মামুনুল হক। এছাড়া হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমির আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী ও  হেফাজতের বিভিন্ন স্তরের দায়িত্বশীলগণ উপস্থিত থাকবেন।

 

The post শনিবার হেফাজত ঢাকা মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b6%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b9%e0%a7%87%e0%a6%ab%e0%a6%be%e0%a6%9c%e0%a6%a4-%e0%a6%a2%e0%a6%be%e0%a6%95%e0%a6%be-%e0%a6%ae%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a8%e0%a6%97/

No comments:

Post a Comment