Saturday, January 30, 2021

ইজরাইলের সঙ্গে সম্পর্ক করছে কসোভা

আন্তর্জাতিক ডেস্ক:

এবার ইজরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে যাচ্ছে কসোভো। শুক্রবার এক বিবৃতিতে কসোভোর পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, আগামী ১ ফেব্রুয়ারি দু’দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিকের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে। খবর আনাদোলু নিউজ এজেন্সির।

কসোভোর পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ভার্চুয়াল একটি অনুষ্ঠানের মাধ্যমে দু’দেশের মধ্যে কূটনৈতি সম্পর্ক স্থাপনের আনুষ্ঠানিকতা শুরু হবে। কসোভোর পররাষ্ট্রমন্ত্রী মেলিজা হারাদিনাজ-স্তুবলা এবং ইজরাইলের পররাষ্ট্রমন্ত্রী গ্যাব্রিয়েল আশকেনাজি আনুষ্ঠানিকভাবে সম্পর্ক স্থাপনের চুক্তিতে স্বাক্ষর করবেন।

এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘কসোভো প্রজাতন্ত্রের জন্য ইজরাইলের স্বীকৃতি পাওয়া অন্যতম একটি অর্জন। আমাদের সব সময়কার বন্ধু যুক্তরাষ্ট্রের জন্যই এটা সম্ভব হয়েছে।’ ওই বিবৃতিতে যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানানো হয়েছে।

সেখানে আরও বলা হয়েছে, দু’দেশের মানুষের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক আরও স্থায়ী হবে। এর আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার শাসনামলে থাকাকালীন ২০২০ সালের সেপ্টেম্বরে সার্বিয়া এবং কসোভোর নেতাদের সঙ্গে হোয়াইট হাউসে সাক্ষাত করেছিলেন। সে সময় তিনি এক ঘোষণায় জানান যে, এই দেশ দু’টি নিজেদের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক করতে একটি চুক্তিতে পৌঁছেছে।

 

The post ইজরাইলের সঙ্গে সম্পর্ক করছে কসোভা appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%87%e0%a6%9c%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%95-%e0%a6%95/

No comments:

Post a Comment