Wednesday, January 27, 2021

জলবায়ু সংকট মোকাবিলার পরিকল্পনায় স্বাক্ষর করলেন বাইডেন

ফাতেহ ডেস্ক:

জলবায়ু সংকট মোকাবেলায় নিজের পরিকল্পনায় স্বাক্ষর করলেন সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

বাইডেনের পরিকল্পনায় রয়েছে, জলবায়ুর উন্নয়ন করে নতুন নতুন চাকরির ক্ষেত্র তৈরি এবং বিজ্ঞান সম্মতভাবে পরিবেশের উন্নয়ন। মার্কিন প্রেসিডেন্ট মন্তব্য করেন, জলবায়ু পরিবর্তন নিয়ে আর অপেক্ষা করার সময় নেই।

বাইডেন যেসব পদক্ষেপ নেবেন তার মধ্যে রয়েছে, যুক্তরাষ্ট্রে নতুন করে তেল ও গ্যাস আহরণে নিষেধাজ্ঞা এবং গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ হ্রাসের বিষয়ে নীতি প্রণয়ন।

সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরিকে জলবায়ু বিষয়ক রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছেন তিনি। প্যারিস জলবায়ু চুক্তির সময় ওবামা প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন কেরি। পরে ট্রাম্প ক্ষমতায় এসে সেই চুক্তি থেকে সরে আসেন ট্রাম্প।

The post জলবায়ু সংকট মোকাবিলার পরিকল্পনায় স্বাক্ষর করলেন বাইডেন appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%9c%e0%a6%b2%e0%a6%ac%e0%a6%be%e0%a7%9f%e0%a7%81-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%95%e0%a6%9f-%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%95%e0%a6%be%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%b0/

No comments:

Post a Comment