ফাতেহ ডেস্ক:
বিদেশে উচ্চশিক্ষা অর্জন করা প্রতিটি কওমি শিক্ষার্থীদের অধিকার। রাষ্ট্রীয়ভাবে তাদেরকে বিদেশে উচ্চশিক্ষার বৈধ পথ ও পন্থা তৈরি দেওয়া সকলের দায়িত্ব বলে মন্তব্য করেছেন দেশের একাধিক শিক্ষাবিদ ও এমপি প্রফেসর আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভী।
‘কওমী শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষা: সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক মুসলিম ইয়ুথ সার্কেলের এক সেমিনারে তারা একথা বলেন।রাজধানী ঢাকার ফকিরাপুলের হোটেল রাহমানিয়া রুফটপ রেষ্টুরেন্টে আজ বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) এ সেমিনার অনুষ্ঠিত হয়।
মাদরাসা দারুর রাশাদ এর প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদ সালমান এর সভাপতিত্বে ও মুসলিম ইউ সার্কেলের প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ মনযূরুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্য ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী।
প্রধান অতিথির বক্তব্যে তার বক্তব্যে ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী বলেন, ‘কওমি মাদরাসার জন্য কওমি বিশ্ববিদ্যালয় হওয়ার প্রয়োজন আছে। এটা নিয়েও আমি কাজ করবো ইনশাআল্লাহ। কওমি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে বিদেশে উচ্চশিক্ষার জন্য কওমি ছাত্রদের যেতে আরও সহজ হবে। তবে কওমি বিশ্ববিদ্যালয় না হওয়া পর্যন্ত এ বিষয়টি কিভাবে হতে পারে তা আমরা খুব দ্রুতই দেখবো। সে ক্ষেত্রে কওমি মাদরাসা শিক্ষার সম্মিলিত শিক্ষা সংস্থা আল হাইআতুল উলয়ার অধীনে অনুমোদন হতে পারে’।
তিনি আশ্বাস দিয়ে বলেন – মুসলিম ইয়ুথ সার্কেল যদি আল হাইআর অধিনে ওয়ার্কিং প্ল্যান করেন এ বিষয়ে সার্বিক সহযোগিতা দরকার হয় তাহলে আমার পক্ষ থেকে সম্পূর্ণ সহযোগিতা থাকবে।
তিনি আরও বলেন, কওমি মাদরাসার সার্টিফিকেট দিয়ে অবশ্যই সরকারি বেশকিছু জায়গায় চাকরি করা সম্ভব। বিশেষ করে দারুল আরকাম, সরকারি মসজিদ কমপ্লেক্স ও বিভিন্ন পর্যায়ে দাওরায়ে হাদিসের সনদ দিয়ে চাকরি নেওয়া সম্ভব।
আবু রেজা নদভী বলেন – কওমি ছাত্রদের দেওবন্দ ও নদওয়ায় যাওয়ার ক্ষেত্রে অবশ্যই আমি কাজ করবো। প্রয়োজনে ভারতের প্রধানমন্ত্রী মোদির সাথে আমরা সাক্ষাত করবো। এছাড়াও যেসব পদক্ষেপ নেওয়া দরকার তা নেবো। বাংলাদেশের শিক্ষামন্ত্রনালয়, পররাষ্ট্র মন্ত্রনালয়সহ প্রতিটি সেক্টরে আমি এসব নিয়ে কাজ করার সুযোগ করে দেবো। তবে কওমি ছাত্রদের বিদেশে উচ্চশিক্ষা অর্জনের অনুমতি নেওয়ার ক্ষেত্রে অবশ্যই ওয়ার্কিং প্লেসে কাজ করতে হবে।’
বক্তব্যে তিনি আল্লামা শাহ্ আহমদ শফী রহ. এর স্মৃতিচারণ করে তিনি বলেন আল্লামা শাহ্ শফী রহ বেঁচে থাকলে বিদেশে উচ্চশিক্ষায় কওমি ছাত্রদের যাওয়ার বিষয়টি অনুমোদন হয়ে যেত। তবে আপনারা এ বিষয়টি চাইলে খুব দ্রুতই হয়ে যাবে।
The post বিদেশে উচ্চশিক্ষা কওমি শিক্ষার্থীদের অধিকার: এমপি আবু রেজা নদভী appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%89%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9a%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be-%e0%a6%95%e0%a6%93%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%b6/
No comments:
Post a Comment