Wednesday, May 12, 2021

শানে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

সানোয়ার রাসেল:

জানি সেই শক্তি আমার নেই
তবু ছুটে চলা অশ্বের হৃৎপিণ্ডের মতো
আমার অন্তর আকুলিবিকুলি করে মরে
হায়!
যদি তায়েফের সমস্ত গোলাপের সুরভি
পথে পথে ছড়িয়ে দিতে পারতাম
তবু তা ম্লান হয়ে যেতো সেই মাটির সুঘ্রাণের কাছে
পবিত্র পায়ের ছোঁয়া পেয়েছিলো যেই মাটি!

যদি হৃদয় কেটে গালিচার মতো বিছিয়ে দিতে পারতাম
রক্তজমাট বাঁধা সেই জুতোর চেয়েও তুচ্ছ হতো এই অর্ঘ্য
দুনিয়ার সমস্ত প্রতাপশালী বাদশা’র দস্তরখানের চেয়েও
সেই অবরূদ্ধ গোত্রের শূন্য পাত্র কতই না মহিমান্বিত
যারা কসম করেছিলো,
‘জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত সাথে থাকবো’

তা’লা আল বাদরু আলাই না…
হায়!
যদি মদীনার সেই লোকটির মাথার পাগড়ি হতাম
খর্জুর বৃক্ষে চড়ে যে তাকিয়ে ছিলো তাঁর আগমনের পথে
তবে দেখতে পেতাম সেই পূর্ণিমার চাঁদ
মরুউপত্যকায় সেই অপূর্ব জ্যোতি

হায়!
যদি হতাম আবু সুফিয়ানের ফেলে যাওয়া যব
তবে তাঁর শত্রুর পলায়ন দেখে উল্লসিত হতাম
আর সেই অদৃষ্টপূর্ব তাবাসসুম!
ফিদা হয়ে দেখতে দেখতে জায়গা পেতাম তাঁর বিজয়ী কাফেলায়
মদীনার পাথর হলে
দুনিয়ার সমস্ত মজুদদারদের বলে দিতাম
ক্ষুধার জঠরে জ্বলে কেমন অনল

আহ! ইবনে হিশাম!
তোমার পবিত্র কলমের কালি হলেও তো পারতাম
যে কালিতে তুমি সীরাতুন্নবী রচনা করেছো!

The post শানে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম appeared first on Fateh24.



source https://fateh24.com/74326/

No comments:

Post a Comment