তানিম ইশতিয়াক:
প্রেমের চিঠি খুলে আমি তো অবাক!
বিস্ময়-বিস্ফোরিত চোখে পড়তে শুরু করি-
‘এ এমন সব কথামালা, যাতে সন্দেহের ছিঁটেফোঁটা নেই’।
এমন দুর্দান্ত দৃঢ় উচ্চারণে আমি নড়েচড়ে বসি,
মুহূর্তেই আমার সামনে মূর্ত হয়ে ওঠে বিভ্রান্তির বিমূর্ত বিদ্যুৎ।
অলৌকিক আলোয় আমি দেখতে পাই অপার্থিব সব রহস্য
আমার আর কোনো সন্দেহ থাকে না, সংশয়ে আমি আর টলি না
পৃথিবীতে কে কবে এমন সুস্পষ্ট শক্তিমত্তায় পাঠিয়েছে প্রেমের প্রস্তাব!
এ কেমন চিঠি, কার চিঠি?
কে লিখেছে এমন করে ভালোবাসার ভবিষ্যত
কে গড়েছে যতন করে আস্থার ইমরাত!
এ এমন এক চিঠি–পড়তে পড়তে আমি প্রবেশ করি পরম প্রেমে
এক বিশ্বস্ত বার্তাবাহক গড়ে দিয়েছে বিশ্বাসের সেতু
আমি সেই সোনালি সড়ক ধরে এগিয়ে যাই, নিজেকে জাগাই।
এ এমন এক প্রেম, যেখানে প্রলুব্ধ প্রতারণা নেই, নেই পতন ও পরাজয়।
আমি ডুবে যাই মোহময় স্বরে, ভেসে উঠি নতুন ভঙ্গিমায়
আমি বুঝে যাই, কোন পথে যাব, কার কাছে চা’ব
আমার প্রেম, আমার পথনির্দেশ।
আমি জেনে যাই আমাকে, আবিষ্কার করি অভিনব উচ্চারণে-
‘পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন
সৃষ্টি করেছেন জমাটবাঁধা রক্ত থেকে…’
এই চিঠি আমার চোখ খুলে দেওয়ার চিঠি
আমার পরিচয়, প্রয়োজন আর পরিণামের পত্র
একফোঁটা পানি যার সৃষ্টির সূচনা, তার কীসের এত অহংকার?
শ্রেষ্ঠ সত্তা হয়ে কেন সৃষ্টিকে কুর্নিশ?
এমন যুক্তির জলবায়ু আমি কোথাও দেখিনি
এমন বলিষ্ঠ বক্তব্য আমি কোথাও শুনিনি
কখনো জানিনি কেউ দেখিয়েছে এতটা মায়া
কেউ বলেনি আমাদের শান্তি আরশের ছায়া।
এমন প্রেমময় পত্র লিখতে পারে না কোনো মানুষ
কথার কারুকাজে আঁকতে পারে না কেউ এতটা আবেগ।
এই চিঠি পড়তে পড়তে আমি কেঁদে ফেলি
নিজেকে চিনতে চিনতে আমি হেসে ফেলি
আমার নিঃসঙ্গ নিস্তরঙ্গ জীবনে প্রবল প্লাবন ওঠে
অতলান্তিক ভীরুতা ভরে যায় অসীম সাহসে।
কেউ না জানুক, কেউ না মানুক, আমি ঘোষণা দিচ্ছি-
এই একটি চিঠিই মানবজাতির শ্রেষ্ঠ সম্পদ
শান্তি ও সমৃদ্ধির শ্বাশ্বত সংকেত।
The post প্রেমের চিঠি appeared first on Fateh24.
source https://fateh24.com/74329/
No comments:
Post a Comment