আন্তর্জাতিক ডেস্ক
রাশিয়ার সাথে ১৬ বার যুদ্ধ করেছি, আবারো লড়াই করবো বলে জানিয়েছেন এরদোগানের উপদেষ্টা মেসুত হাক্কি। খবর, আরটি
খবরে বলা হয়, ২৮ ফেব্রুয়রি বাশার প্রশাসন কর্তৃক ইদলিবে অবস্থানরত তুর্কি সেনারা আক্রান্ত হওয়ার পর এরদোগানের উপদেষ্টা মেসুত হাক্কি এই মন্তব্য করেন।
সিরিয়ার বিদ্রোহীদের সর্বশেষ ঘাটি ইদলিবে সোচি ও আস্তানা চুক্তির আলোকে তুরস্ক যুদ্ধবিরতি পর্যবেক্ষণ করছিল। কিন্তু বাশার বাহিনী দ্বারা তুরস্ক আক্রান্ত হন।
রাশিয়া ও তুরস্ক পরষ্পরের বিরুদ্ধে চুক্তি প্রতিপালনে ব্যর্থতার অভিযোগ তোলার পর থেকেই উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। সিরিয়ায় বাশার প্রশাসন থাকলেও মূলত রাশিয়ার নির্দেশনার বাহিরে বাশার প্রশাসনের কিছু করার সুযোগ কিংবা অধিকার আর নেই বলে তুরস্কসহ বিশ্লেষকগণ দাবী করছেন।
উল্লেখ্য, রাশিয়া এবং তুরস্কের মধ্যে ষোড়শ শতাব্দী থেমে থেমে লড়াই হয়েছে। সর্বশেষ যুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধের সময় সংগঠিত হয়।
-এ
The post ‘রাশিয়ার সাথে ১৬ বার যুদ্ধ করেছি, আবারো লড়াই করবো’ appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b6%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a5%e0%a7%87-%e0%a7%a7%e0%a7%ac-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%af%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d/
No comments:
Post a Comment