ফাতেহ ডেস্ক
খালেদা জিয়ার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেন, ম্যাডাম প্যারোলে মুক্তি নিতে রাজি নন। তবে সরকার চাইলে বয়স ও মানবিক বিবেচনায় ফৌজদারী কার্যবিধির ৪০১ ধারায় নির্বাহী ক্ষমতায় বেগম জিয়াকে জামিন দিতে পারে। আমি মনে করি, সরকারের উচিৎ জামিন দিয়ে ম্যাডামের চিকিৎসার ব্যবস্থা করা।
খালেদা জিয়ার বোন সেলিমা ইসলাম বলেন, এই অবস্থায় তাকে এখানে আর বেশিদিন রাখা ঠিক হবে না। কি করা যায় এসব বিষয়ে চিন্তা করছি, তবে এখন কিছু ঠিক করিনি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, উনার শারীরিক অবস্থা যে অবস্থায় চলে গেছে এখানে প্যারোল আর জামিনের মধ্যে কোন তফাৎ দেখি না। প্যারোল নিয়ে তিনি বাড়ি গেলে দেশ বাঁচবে তিনিও বাঁচবেন। আন্দোলন কখন টার্ন নিবে, তা বলা যায় না। বেগম জিয়া জেলে থাকবে আর এদেশের মানুষ বের হবে না, তা হয় না।
দ্বিমত পোষণ করে খন্দকার মাহবুব বলেন, নেতৃত্বে যারা আছে তারা বারবার ব্যর্থ হয়েছে। তারা আন্দোলন করে ম্যাডামকে মুক্ত করবেন এটা আমি বিশ্বাস করি না। বিএনপির নেতৃত্ব আরও সৎ এবং সাহসী হতে হবে। তাহলেই রাজপথ উত্তপ্ত করে তাকে মুক্ত করা সম্ভব হবে।
-এ
The post প্যারোলে মুক্তির বিষয়ে খালেদা জিয়াকে রাজি করাতে পারছেন না স্বজনরা appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b7%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%96/
No comments:
Post a Comment