Saturday, February 29, 2020

পাঁচদিন পর মুখ খুলে বিতর্কে অমিত শাহ

ফাতেহ ডেস্ক

দিল্লির যখন জ্বলছে তখন মোদি চুপ ছিলেন, চুপ ছিলেন অমিত শাহ। অবশেষে ঘটনার পাঁচদিন পর মুখ খুললেও উলটো বিতর্কিত মন্তব্য করলেন অমিত। দিল্লির দেখভালের দায়িত্বে থাকা একজন হয়েও তিনি যে নীরবতা দেখালেন তা নজিরবিহীন বলেই মন্তব্য করেছেন বিশ্লেষকরা।

মুখ খুলেই এ সহিংসতার জন্য বিরোধী রাজনৈতিক দলগুলোকে দায়ী করেছেন তিনি। উড়িষ্যার এক জনসভায় শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) অমিত শাহ বলেন, ‘বিরোধীরা নাগরিকত্ব আইন নিয়ে জনগণের মধ্যে ভুল ধারণা ছড়াচ্ছে। তারা মানুষকে উসকানি দিয়েছেন। আর সেই উসকানিতে দাঙ্গা ছড়িয়ে পড়ে দিল্লিতে। এ দাঙ্গার জন্য প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিরোধীরাই দায়ী।’

অমিত শাহ বলেন, ‘নাগরিকত্ব কেড়ে নেয়ার জন্য সিএএ নয়, বরং নাগরিকত্ব দেয়ার জন্য এটি করা’। দিল্লির এই দাঙ্গায় এখন পর্যন্ত ৪২ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। দুই শতাধিক মানুষ আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

-এ

The post পাঁচদিন পর মুখ খুলে বিতর্কে অমিত শাহ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%aa%e0%a6%be%e0%a6%81%e0%a6%9a%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%aa%e0%a6%b0-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%96-%e0%a6%96%e0%a7%81%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%b0%e0%a7%8d/

No comments:

Post a Comment