আন্তর্জাতিক ডেস্ক:
পাল্টা হামলায় বাশার বাহিনীর ৩০৯ সৈন্য হত্যা, ২৩ টি ট্যাংক, ২৩ টি আর্টিলারি ইউনিট ও ২ টি বিমান-প্রতিরক্ষাব্যবস্থা ধংস করাসহ পাঁচটি হেলিক্যাপ্টার ভূপাতিত করেছে তুরস্ক।
আনাদুলা এজেন্সির বরাতে আহবাল জানায়, তুর্কি প্রতিরক্ষামন্ত্রী খুলুসী আকার আজ বৃহস্পতিবার বলেন, অন্যায়ভাবে ইদলিবে তুর্কি সেনাদের ওপর বাশার বাহিনীর পাল্টা জবাব তুরস্ক দিযেছে। আজ ২৮ ফেব্রুয়ারী হামলায় বাশার বাহিনীর ৩০৯ সৈন্যকে হত্যা, ২৩ টি ট্যাংক, ২৩ টি আর্টিলারি ইউনিট ও ২ টি বিমান-প্রতিরক্ষাব্যবস্থা ধংসকরাসহ পাঁচটি হেলিক্যাপ্টার ভূপাতিত করেছে তুরস্ক।
আনাদুলা এজেন্সি একটি ভিডিও ক্লিপ প্রকাশ করে, যেখানে দেখা যায়, তুর্কি বাহিনী বাশার বাহিনীর ওপর এয়ার স্ট্রাইক চালাচ্ছে।
দেখুন-ভিডিও
The post তুর্কি হামলায় তিন শতাধিক সৈনিক নিহত ও বিপুল ক্ষয়ক্ষতি বাশার বাহিনীর (ভিডিও) appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%a4%e0%a7%81%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%95%e0%a6%bf-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ae%e0%a6%b2%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%b6%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a7%e0%a6%bf%e0%a6%95/
No comments:
Post a Comment