Saturday, February 29, 2020

ফ্রান্সের গোপন সামরিক ঘাঁটিতে করোনা ভাইরাস

ফাতেহ ডেস্ক

ফ্রান্সের একটি গোপন সামরিক ঘাঁটিতে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পার্লি। শনিবার (২৯ ফেব্রুয়ারি) ইরানি সংবাদমাধ্যমে এ খবর প্রকাশ করা হয়েছে।

খবরে বলা হয়েছে, প্যারিসের উপকণ্ঠে অবস্থিত ফরাসি একটি গোপন সামরিক ঘাঁটিতে করোনাভাইরাসের প্রকোপ দেখা দিয়েছে। ফলে ঘাঁটির তৎপরতা বন্ধ করে দেয়া হয়েছে।

ফরাসি রাজধানীর উত্তরে অবস্থিত ১১০ ক্রিল বিমান ঘাঁটির কয়েকজন করোনাভাইরাসের আক্রান্ত হয়েছে বলে জানান প্রতিরক্ষমন্ত্রী। তবে আক্রান্তদের সঠিক সংখ্যা উল্লেখ করেন নি তিনি।

স্থানীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, একজন বেসামরিক কর্মীসহ অন্তত চার ব্যক্তি করোনার কবলে পড়েছে।

ঘাঁটিতে আসা-যাওয়াসহ সব তৎপরতা বন্ধ করে দেয়ার কথা উল্লেখ করে ফ্লোরেন্স পার্লি বলেন, মহামারী ছড়িয়ে পড়া সংক্রান্ত তদন্ত চলছে। একই সঙ্গে ফরাসি অন্যান্য সামরিক ঘাঁটিতে প্রতিরোধক ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি।

-এ

The post ফ্রান্সের গোপন সামরিক ঘাঁটিতে করোনা ভাইরাস appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ab%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%97%e0%a7%8b%e0%a6%aa%e0%a6%a8-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ae%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%98%e0%a6%be/

No comments:

Post a Comment