আন্তর্জাতিক ডেস্ক
শরণার্থীদের আর চাপ নেওয়া সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট এরদোগান। খবর, ডেইলি সাবাহ
এরদোগান বলেন, কয়েক ঘন্টায় আঠার হাজার মানুষ ইউরোপ যেতে তুর্কি সীমান্ত অতিক্রম করেছে। ইউরোপীয় ইউনিয়ন প্রতিশ্রুতি রক্ষা না করায় তুরস্ক শরণার্থী-বিষয়ক চুক্তি মানতে আর বাধ্য নয়।
প্রেসিডেন্ট জানান, হয়তো আজই ২৫ থেকে ৩০ হাজার শরণার্থী সীমান্ত অতিক্রম করবে। সীমান্ত অতিক্রমকারী শরণার্থীদের লক্ষ্য করে গ্রীসের নিরাপত্তাবাহিনী কাঁদুসে গ্যাস ছোড়ার প্রতিবাদে শরণার্থীরা পাথর ছুড়ে প্রতিবাদ জানায়।
গ্রীসের প্রতিরক্ষামন্ত্রী বলেন, অবৈধ কিন্তু সংগঠিত অনুপ্রবেশের ঘটনা শুক্রবার রাত থেকে আমরা লক্ষ করছি। ইতোমধ্যে চার হাজার মানুষকে বাঁধা দিতে সক্ষম হয়েছি।
উল্লেখ্য, সিরীয় সংকট শুরু হলে ইউরোপে শরণার্থীদের প্রবেশ ঠেকাতে ইউরোপ ও তুরস্ক চুক্তি করে। সহযোগিতার বিনিময়ে তুরস্ক শরণার্থীদের ইউরোপ-গমণরোধ করবে। কিন্তু রাশিয়ার সাথে তুরস্কের সাম্প্রতিক উত্তেজনার কারণে ইদলিবের অসংখ্য মানুষ তুর্কি সীমান্তের দিকে আসতে থাকে।
ইদলিব সংকটে ইউরোপের উল্লেখ্যযোগ্য কোন সহযোগিতা না পাওয়ায় অঘোষিতভাবে তুরস্ক তাদের সীমানা উন্মুক্ত করে দেয়। শরণার্থী ইস্যুতে ইউরোপের লিবারেল ও ডানপন্থীদের মধ্যে বেশ বিতর্ক রয়েছে। যা যেকোন সরকারের জন্য বড় ধরণের হুমকিস্বরূপ। ধারণা করা যাচ্ছে, তুরস্ক ইউরোপকে দৃশ্যমান ভূমিকায় আনতে এই পদক্ষেপ গ্রহন করছে।
-এটি
The post কয়েক ঘন্টায় ১৮ হাজার শরণার্থীর ইউরোপ গমন: গ্রীস সীমান্তে শরণার্থী ও নিরাপত্তাবাহিনীর সংঘর্ষ appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%95%e0%a7%9f%e0%a7%87%e0%a6%95-%e0%a6%98%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a7%9f-%e0%a7%a7%e0%a7%ae-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b6%e0%a6%b0%e0%a6%a3%e0%a6%be/
No comments:
Post a Comment