ফাতেহ ডেস্ক
বিশ্বজুড়ে করোনাভাইরাসের প্রাদুর্ভাবকে ‘সর্বোচ্চ ঝুঁকি’ হিসেবে চিহ্নিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
সুইজারল্যান্ডের জেনেভায় এক সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ড. টেড্রস অ্যাডহানম গেব্রেইয়েসুস এই ঘোষণা দেন। বিবিসি তাদের এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করে।
ড. টেড্রস বলেন , ‘বেশির ভাগ ক্ষেত্রেই এই ভাইরাস চিহ্নিত করা যাচ্ছে।’
এখন পর্যন্ত ৫৭ দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, ইরানে ২১০ জন রোগীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে বিবিসি। যদিও দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ৩৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন অনুযায়ী এখন পর্যন্ত বিশ্বে করোনাভাইরাসে (কোভিড-১৯) শনাক্ত রোগীর সংখ্যা ৮২ হাজার ২৯৪ জন। একদিনে অর্থ্যাৎ ২৪ ঘণ্টায় সারাবিশ্বে নতুন ১১৮৫ রোগী শনাক্ত করা হয়েছে।
করোনাভাইরাসে এখন পর্যন্ত চীনে আক্রান্ত রোগীর সংখ্যা ৭৮ হাজার ৬৩০ জন। আক্রান্ত রোগীর মধ্যে মোট সংখ্যা ২ হাজার ৮০৪ জন। নতুন করে নয়টি দেশে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে, ব্রাজিল (১), ডেনমার্ক (১), এস্তোনিয়া (১), জর্জিয়া(১), গ্রিস (১), নরওয়ে (১), পাকিস্তান (২), রোমানিয়া (১), উত্তর মেসিডোনিয়া (১)।
-এ
The post ‘সর্বোচ্চ ঝুঁকি’ হিসেবে করোনাভাইরাসকে চিহ্নিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%b8%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a7%8b%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9a-%e0%a6%9d%e0%a7%81%e0%a6%81%e0%a6%95%e0%a6%bf-%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%87%e0%a6%ac%e0%a7%87/
No comments:
Post a Comment