ফাতেহ ডেস্ক
বেত্রাঘাতের সাজার বিধান তুলে দিতে যাচ্ছে সৌদি আরব।
শুক্রবার দেশটির সুপ্রিম কোর্টে এ সংক্রান্ত একটি নথি প্রকাশিত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
উপসাগরীয় দেশটির সর্বোচ্চ আদালত বেত্রাঘাতের বদলে অপরাধীকে কারাদণ্ড কিংবা জরিমানার সাজা দিতে বলেছে। সৌদি বাদশা সালমান ও তার ছেলে মোহাম্মদের আনা মানবাধিকার সংস্কার কার্যক্রমের অংশ হিসেবেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বাদশাহ সালমানের ছেলে ক্রাউন প্রিন্স মোহাম্মদ সৌদি আরবের দায়িত্ব নেয়ার পর থেকে নারীদের গাড়ি চালানো, মাঠে গিয়ে খেলা দেখা, অভিভাবকের অনুমোদন ছাড়া পাসপোর্ট প্রাপ্তি ও বিদেশ ভ্রমণের নিষেধাজ্ঞা তুলে দিয়েছেন। তার হাত ধরে সাড়ে তিন দশক পর দেশটির সিনেমা হলগুলোও সচল করা হয়েছে।
-এ
The post বেত্রাঘাতের সাজা বাতিল করছে সৌদি আরব appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%ac%e0%a7%87%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%98%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b2-%e0%a6%95/
No comments:
Post a Comment