ফাতেহ ডেস্ক
করোনাভাইরাস বা কোভিড–১৯ পরিস্থিতির মধ্যে লেবাননে বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ। অর্থনৈতিক দুর্দশার প্রতিবাদে রাস্তায় বিক্ষোভ করেছে তারা। এ সময় ব্যাংকে ব্যাংকে পেট্রোল বোমা হামলা চালানো হয়।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়েছে, মহামারীর কারণে ঘোষিত লকডাউন ভেঙেই এই বিক্ষোভ চলছে। বিক্ষুব্ধরা ক্রমেই সহিংস হয়ে উঠছেন। দেশটির প্রায় প্রতিটি শহরেই তারা ভাঙচুর চালাচ্ছে।
খবরে বলা হয়েছে, বিক্ষোভকারীরা শহরে বিভিন্ন ব্যাংকে পেট্রোলবোমা হামলা চালিয়েছে। অন্তত এক ডজন ব্যাংকে তারা হামলা চালিয়েছে।
আল-জাজিরার খবরে বলা হয়েছে, বিক্ষোভকারীদের অনেককে গ্রেফতার করেছে লেবানন সরকার। সব থেকে বড় বিক্ষোভ হয়েছে লেবাননের উত্তরাঞ্চলীয় শহর ত্রিপলিতে। এটি লেবাননের দ্বিতীয় বৃহত্তম শহর হলেও দেশের সব থেকে দরিদ্র অঞ্চল।
-এ
The post লেবাননের ব্যাংকে ব্যাংকে বোমা হামলা appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%b2%e0%a7%87%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a8%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%82%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%82%e0%a6%95%e0%a7%87/
No comments:
Post a Comment