Thursday, April 23, 2020

সময়টিভি কি ফোনালাপের অডিওটি প্রচার করেছিলো?

ফাতেহ ডেস্ক :

জামায়াতে ইসলামির আমির শফিকুর রহমান এবং খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মাহফুজুল হকের কথিত ফোনালাপের একটি অডিও নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা হচ্ছে।

খেলাফতে মজলিসের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ২০ এপ্রিল সময়টিভি একটি ভুয়া ফোনালাপের অডিও প্রকাশ করেছে তাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফায়েড ফেসবুক পেইজে। একই রকম দাবি করা হয়েছে জামায়াতে ইসলামির পক্ষ থেকেও। উভয় দল সময়টিভিকে এমন ‘ভুয়া’ ফোনালাপ প্রকাশ করার কারণে ক্ষমা চাওয়ারও আহ্বান জানায়। এ সংক্রান্ত আরও খবর জানতে পারবেন এই লিংকগুলোতে :

জামায়াত আমিরের সঙ্গে টেলিসংলাপকে ‘ভুয়া’ বলছে খেলাফত

আমিরে জামায়াতকে নিয়ে প্রকাশিত খবরের প্রতিবাদ

এরই মধ্যে গত ২১ এপ্রিল সময়টিভি একটি প্রতিবেদন সম্প্রচার করার মাধ্যমে দাবি করে যে, তাদের কোনো প্লাটফর্মে (ইউটিউবে বা ফেসবুকে) ওই অডিও প্রকাশ করা হয়নি। বরং সময়টিভির নামে চালানো অন্য একটি ইউটিউব চ্যানেল সময়টিভির লোগো ব্যবহার করে এই কাজ করেছে। একই প্রতিবেদন সংবাদমাধ্যমটির ওয়েবসাইটেও প্রকাশিত হয়েছে যার শিরোনাম, “সময় টিভি’র লোগো ব্যবহার করে অপপ্রচার, থানায় জিডি”।

সময়টিভির ওয়েবসাইটের প্রতিবেদন থেকে কয়েকটি প্যারা এখানে হুবহু তুলে ধরা হলো–

“ব্রাহ্মণবাড়িয়ায় লকডাউন উপেক্ষা করে জানাজায় অসংখ্য মানুষ জড়ো করার ব্যাপারে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মাহফুজুল হকের নামে ফোনালাপ ফাঁসের ভিডিওতে সময় টিভির লোগো ব্যবহার করে অপপ্রচার চালাচ্ছে একটি মহল।

এ ঘটনায় রাজধানীর কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর-৬০৯, ২১/০৪/২০২০) করেছে সময় টিভি কর্তৃপক্ষ।

এতে বলা হয়, ইউটিউবে সময় টিভি’র লোগো ব্যবহার করে SOMOY TV নামে (বর্তমানে নামটি পরিবর্তন করে – SOMOY TV Islamic রাখা হয়েছে) একটি চ্যানেল খুলে সেখানে ভিডিওটি প্রচার করা হচ্ছে। ওই ভিডিওতে যে লোগো ব্যবহার করা হয়েছে তার সঙ্গে সময় টিভির প্রকৃত লোগোরও ভিন্নতা রয়েছে। ওই ধরনের লোগো ব্র্যান্ডিং সময় টিভি কখনো ব্যবহার করে না।”

ফ্যাক্ট চেক :

আমরা এখন যাচাই করে দেখবো এই প্রতিবেদনে সময় টিভি মূল যে দাবিটি করেছে- অর্থাৎ, সময়টিভির ইউটিউব চ্যানেলে খেলাফতে মজলিস ও জামায়াতে ইসলামির দুই নেতার ফোনালাপের অডিওটি প্রকাশ করা হয়েছিল কিনা?–। (অডিওটির ফোনালাপ ভুয়া কিনা- আমরা এটা যাচাই করছি না)।

ইন্টারনেটে বিভিন্ন কন্টেন্ট আর্কাইভকারী প্রতিষ্ঠান archive.is জানাচ্ছে, সময়টিভির দাবিটি ভুয়া। অর্থাৎ, সময়টিভি তাদের ইউটিউব চ্যানেলে ফোনালাপের অডিও সম্বলিত একটি ভিডিও প্রকাশ করে পরে তা সরিয়ে ফেলেছে, এবং পরদিন ২১ এপ্রিল নতুন প্রতিবেদন প্রকাশ করে দাবি করেছে অডিওটি তারা প্রকাশ করেনি।

কিন্তু ২০ এপ্রিল archive.is-এ সময়টিভির ইউটিউব চ্যানেলে প্রকাশিত ফোনালাপের অডিও সম্বলিত ভিডিওর লিংক সংরক্ষিত আছে। সেই লিংকে ক্লিক করলে কী দেখা যায় তা নিচের দুটি স্ক্রিনশটে দেখুন–

উপরের স্ক্রিনশটে স্পষ্ট দেখা যাচ্ছে, SOMOY TV নামক এই চ্যানেলটির subscribers সংখ্যা “5.69M”; এবং “SOMOY TV” টিভি নামটির সাথেই ইউটিউবের ভেরিফিকেশন মার্কও রয়েছে। অর্থাৎ, এই চ্যানেল যে, SOMOY TV এর নামে ভুয়া ইউটিউব চ্যানেল নয় তা স্পষ্ট।

archive.is যখন সময়টিভির ইউটিউব চ্যানেলের ভিডিওটির লিংক সংরক্ষণ করেছিলো তখন পর্যন্ত ভিডিওর নিচে ১১৪৫টি মন্তব্য পড়েছিলো। দেখুন স্ক্রিনশটে-

archive.is এ সময়টিভির ভিডিওটি দেখুন এই লিংকে: http://archive.is/ObJRD অথবা, ওয়েবসাইটটিতে গিয়ে সময়টিভির ইউটিউব চ্যানেলে ২০ এপ্রিল আপলোডকৃত অডিও ফোনালাপ সম্বলিত ভিডিওটির এই লিংকটি পেস্ট করে সার্চ করুন :

( https://www.youtube.com/watch?v=axu4VIv0UIw&feature=youtu.be&fbclid=IwAR0ebAkSRBwwQ9u-vtbC4xVcE1I6kNFC8vjuvTHRfvoNyzNV4vReRhpfbIE )

উপরের এই লিংকে লক্ষ্যণীয় বিষয় ১১ অক্ষরের একটি কোড (11 letter code); আর সেটি হচ্ছে- “axu4VIv0UIw”.

প্রতিটি ইউটিউব ভিডিওর uRL-এ ভিন্ন ভিন্ন একেকটি 11 letter code থাকবেই; আর সেটাই হলো “ভিডিও আইডি”। ইউটিউবের ভিডিও আইডির 11 letter code সংক্রান্ত আরও জানুন এই টিউটোরিয়াল ভিডিও থেকে: https://www.youtube.com/watch?v=liJVSwOiiwg

এবার ২০ এপ্রিল সময়টিভির ফেসবুক পেইজে প্রকাশিত একটি পোস্টের নিচের স্ক্রিনশটটি লক্ষ্য করুন—

পোস্টটি প্রকাশের ১৩ মিনিট পর একজন পাঠক এই স্ক্রিনশটটি নিয়েছিলেন। তাতে দেখা যাচ্ছে, উপরে archive.is নামক ওয়েবসাইটে যে শিরোনামে সময়টিভির ইউটিউব চ্যানেলের ভিডিওটি সংরক্ষিত হয়েছে সেই একই শিরোনামের ভিডিও সময়টিভির ফেসবুক পেইজেও শেয়ার করা হয়েছিল।

এই স্ক্রিনশটে আরেকটি লক্ষ্যণীয় বিষয় হল, পোস্টে ভিডিওটির যে uRL দেখা যাচ্ছে তাতে সেই 11 letter code-টিই (axu4VIv0UIw) দৃশ্যমান যেটি archive.is এ সংরক্ষিত ইউটিউব ভিডিওর লিংকে পাওয়া যাচ্ছে।

অর্থাৎ, যে ভিডিওটি সময়টিভি ২০ এপ্রিল তাদের ইউটিউবে প্রকাশ করেছিলো সেটি একই দিন তাদের ভেরিফায়েড ফেসবুক পেইজেও পোস্ট করেছিলো। কিন্তু পরে ইউটিউবের ভিডিওটি সরানোর পাশাপাশি ফেসবুক থেকেও সেটি সরিয়ে ফেলা হয়েছে। সেই ফেসবুক পোস্টের লিংক:

https://ift.tt/2Y0LUUK

এবার দেখা যাক গুগল সার্চে কী ফলাফল আসে?

সময়টিভির ইউটিউব চ্যানেলে আপলোড করা ফোনালাপের ভিডিওটির পিসি ভার্সন ও মোবাইল ভার্সনের দুটি লিংক নিচে দেয়া হল-

https://www.youtube.com/watch?v=axu4VIv0UIw&feature=youtu.be
https://m.youtube.com/watch?v=axu4VIv0UIw&feature=youtu.be

এই লিংক দুটির যে কোনো একটি দিয়ে www.google.com এ সার্চ দিলে যে ফলাফল আসে তা নিচের স্ক্রিনশটে দেখুন–

স্ক্রিনশটে “Uploaded by SOMOY TV” বাক্যটির প্রতি খেয়াল করার পাশাপাশি লাল চিহ্নিত টেক্সটগুলো দেখুন–

“বি.বাড়িয়ার জানাজায় লাখো মানুষের জমায়েত পূর্ব পরিকল্পিত ! আরও বিস্তারিত জানতে ভিজিট করুন: https://ift.tt/2NuKWda “SOMOY TV” is the …”

এবার মিলিয়ে নিন archive.is-এ সংরক্ষিত সময়টিভির ইউটিউব চ্যানেলের ভিডিওটির ডেস্ক্রিপশন বক্সে কী লেখা আছে তার সাথে। নিচের স্ক্রিনশটের লাল চিহ্নিত টেক্সটগুলো দেখুন–

অর্থাৎ, গুগল সার্চেও দেখা যাচ্ছে SOMOY TV এর ইউটিউব চ্যানেলেই ভিডিওটি আপলোড করা হয়েছিল।

বিডি ফ্যাক্টচেকের অনুমতিতে প্রকাশিত 

The post সময়টিভি কি ফোনালাপের অডিওটি প্রচার করেছিলো? appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%9f%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%bf-%e0%a6%ab%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b2%e0%a6%be%e0%a6%aa%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%a1%e0%a6%bf/

No comments:

Post a Comment