Monday, April 27, 2020

‘করোনা মহামারি শেষ হতে অনেক সময় লাগবে’

ফাতেহ ডেস্ক

করোনা নিয়ে ফের বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা।

করোনা মহামারি শেষ হতে এখনো অনেক সময় লাগবে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এছাড়া আফ্রিকা, পূর্ব ইউরোপ, লাতিন আমেরিকা ও এশিয়ার কয়েকটি দেশে ভাইরাসটির সংক্রমণ বাড়তে থাকায় উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি।

সোমবার সংস্থাটির প্রধান টেড্রোস আডানোম গেব্রিয়াসিস বলেন, মহামারির কারণে স্বাভাবিক স্বাস্থ্য সেবা বিশেষ করে শিশুদের স্বাস্থ্য সেবা বিঘ্নিত হওয়ায় তিনি গভীরভাবে উদ্বিগ্ন।

তিনি বলেন, আমাদের সামনে দীর্ঘ রাস্তা আর করার মতো অনেক কাজ পড়ে রয়েছে। করোনা মহামারি ঠেকাতে কঠোর লকডাউনের কারণে সীমান্ত বন্ধ করে রাখায় বিশ্বের ২১টি দেশে অন্যান্য রোগের প্রতিষেধকের ঘাটতি পড়েছে বলে জানান তিনি। সাব-সাহারান আফ্রিকা অঞ্চলে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা দ্বিগুণ বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করে গেব্রিয়াসিস বলেন, ‘সেটা ঘটতে দেওয়া যায় না, আমরা সহায়তা দেয়ার জন্য দেশগুলোর সঙ্গে কাজ করছি।’

-এ

The post ‘করোনা মহামারি শেষ হতে অনেক সময় লাগবে’ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ae%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b7-%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%85%e0%a6%a8%e0%a7%87/

No comments:

Post a Comment