Sunday, April 26, 2020

রমজানে লিবিয়ায় সহিংসতা বন্ধের আহ্বান

ফাতেহ ডেস্ক

রমজান মাসে সব ধরনের সংঘাত-সহিংসতা বন্ধের জন্য লিবিয়ার সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।

জার্মানি, ফ্রান্স, ইতালি এবং ইউরোপীয় ইউনিয়নের বেশ কয়েকটি দেশের নেতারা এক যৌথ ঘোষণাপত্রের মাধ্যমে এ আহ্বান জানান। ওই ঘোষণায় তাঁরা, জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এবং লিবিয়ার বিশেষ দূতকেও এই আহ্বান জানানোর কথা বলেন।

সম্প্রতি লিবিয়ার আন্তর্জাতিক সম্প্রদায় স্বীকৃত সরকারের অনুগত সেনা এবং বিদ্রোহী জেনারেল খলিফা হাফতারের অনুগত বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে সংঘর্ষ বেড়েছে। এতে হতাহত হয়েছে লাখো বেসামরিক মানুষ।

-এ

The post রমজানে লিবিয়ায় সহিংসতা বন্ধের আহ্বান appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b0%e0%a6%ae%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%b8%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%82%e0%a6%b8%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%ac/

No comments:

Post a Comment