ফাতেহ ডেস্ক
রাজধানীর স্বামীবাগের ইসকন মন্দিরে ৩৬ জনকে করোনাভাইরাসের রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে। এর পর ওই মন্দির লকডাউন করা হয়েছে। শনিবার দিবাগত রাতে এ তথ্য জানিয়েছেন গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজু মিয়া।
ওসি বলেন, আমরা জানতে পেরেছি যে, ইসকন মন্দিরে ৩৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর পর ওই মন্দির লকাডাউন করা হয়েছে।
তবে স্থানীয়রা বলছেন, ওই মন্দিরে তিন শতাধিক লোক অবস্থান করছে। সুতরাং আক্রান্তের সংখ্যা আরো বেশি হতে পারে।
শনিবার পর্যন্ত বাংলাদেশে করোনায় আক্রান্ত হয়েছেন প্রায় পাঁচ হাজার। মারা গেছে ১৪০ জন। গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। আর প্রথম করোনায় মৃত্যু ঘটে ১৮ মার্চ।
-এ
The post ৩৬ জন শনাক্ত হওয়ায় ইসকন মন্দির লকডাউন appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a7%a9%e0%a7%ac-%e0%a6%9c%e0%a6%a8-%e0%a6%b6%e0%a6%a8%e0%a6%be%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%b9%e0%a6%93%e0%a7%9f%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%87%e0%a6%b8%e0%a6%95%e0%a6%a8-%e0%a6%ae%e0%a6%a8/
No comments:
Post a Comment