Tuesday, April 28, 2020

কুয়েত থেকে ফিরলেন আরো ১২১ বাংলাদেশি

ফাতেহ ডেস্ক

মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত থেকে ফিরলেন আরো ১২১ বাংলাদেশি। আজ মঙ্গলবার সন্ধ্যায় তাদের বহনকারী জাজিরা এয়ারের একটি ফ্লাইট হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এসে অবতরণ করে।

হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ উল আহসান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল সোমবার ১২৬ জন দণ্ডপ্রাপ্ত বাংলাদেশির দণ্ড মওকুফ করে বিশেষ ফ্লাইটে ঢাকায় পাঠানো হয়।

কূটনৈতিক সূত্রে জানা যায়, অবৈধ ও দণ্ডপ্রাপ্ত মোট সাড়ে ৪ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কুয়েত সরকার। দণ্ডপ্রাপ্তদের দণ্ড মওকুফ করে পাঠিয়ে দিচ্ছে দেশটির সরকার। ঈদুল ফিতরের আগেই ২৫টি বিশেষ ফ্লাইটে এসব বাংলাদেশিকে ফেরত পাঠানো হবে বলে জানা গেছে।

তবে সর্বশেষ যে ১২১ জন দেশে ফিরেছেন তারা জেল ফেরত নাকি সাধারণ ক্ষমার আওতায় এসেছেন তা জানা যায়নি।

-এ

The post কুয়েত থেকে ফিরলেন আরো ১২১ বাংলাদেশি appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%95%e0%a7%81%e0%a7%9f%e0%a7%87%e0%a6%a4-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%b2%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%86%e0%a6%b0%e0%a7%8b-%e0%a7%a7%e0%a7%a8%e0%a7%a7/

No comments:

Post a Comment