ফাতেহ ডেস্ক
ব্রাহ্মণবাড়িয়ায় আবারো দু’পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত।
বুধবার (২৯শে এপ্রিল) বিকেলে জেলার সরাইলের নোয়াগাঁও কাঠানিশার উত্তর পাড়ায় মসজিদে যাওয়া নিয়ে দু’পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বেশ কিছুদিন ধরেই মসজিদে যাওয়া নিয়ে মিজান মেম্বার ও ইয়াসিন মুন্সির মধ্যে বিরোধ চলছিলো। এ ঘটনাকে কেন্দ্র করে মিজান মেম্বারের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে ইয়াছিন মুন্সির সমর্থকদের ওপর হামলা চালায়। ভাঙচুর করা হয় বেশ কিছু বাড়িঘর ও দোকান।
পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে রাবার বুলেট নিক্ষেপ ও লাঠিচার্জ করে পুলিশ। সংঘর্ষে আহতদের সরাইল ও ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
-এ
The post ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদে যাওয়া নিয়ে সংঘর্ষ; আহত ৩০ appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b9%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%a3%e0%a6%ac%e0%a6%be%e0%a7%9c%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%ae%e0%a6%b8%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%87-%e0%a6%af/
No comments:
Post a Comment