ফাতেহ ডেস্ক
বৈশ্বিক মহামারি করোনার পরবর্তী প্রচণ্ড আঘাতটি পড়তে পারে তুরস্কে। তুরস্ক সেসব দেশের শীর্ষে রয়েছে, যেখানে করোনার বিপদ ক্রমেই দ্রুতগতিতে বাড়ছে। এমন তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক থিঙ্কট্যাঙ্ক জার্নাল ফরেন পলিসি। করোনা প্রতিহতে দ্বিধান্বিত পদক্ষেপ ও দেশটির ভেতরের রাজনৈতিক বিভেদ তুরস্কে করোনার বিস্তার ঠেকানোর বদলে বাড়াচ্ছে বলেও মন্তব্য করেছে ফরেন পলিস’।
যখন মনে করা হচ্ছিল, করোনার গতি হবে আফ্রিকার দিকে, তখন ইউরোপে ও এশিয়ায় মিলিত ভূগোল-সংস্কৃতির দেশ তুরস্কে করোনার থাবা বিস্তারের পূর্বাভাসে নতুন করে উদ্বেগ ঘনীভূত হচ্ছে।
ফরেন পলিসি জানিয়েছে, তুরস্কের করোনা পরিস্থিতি ইতিমধ্যে চীনের সংখ্যাকে অতিক্রম করেছে। আক্রান্তের সংখ্যা বিবেচনায় তুরস্কের অবস্থা যেকোন সময় যুক্তরাষ্ট্রের মতো ভয়াবহ হয়ে যেতে পারে। সর্বশেষ তথ্যানুযায়ী তুরস্কে করোনায় আক্রান্ত হয়েছেন ৮৬,৩০৬ জন আর মারা গেছেন ২,০১৭ জন, যা ক্রমবর্ধমান।
একদা রোমান সাম্রাজ্যের পূর্বাঞ্চলীয় কেন্দ্র এবং বর্তমানে পশ্চিমা জোট ন্যাটোর সদস্য তুরস্কে করোনার প্রকোপ বৃদ্ধির আশঙ্কা এমন সময়ে করা হলো, যখন সবচেয়ে বিপর্যস্ত দেশগুলো আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বৃদ্ধির গতি কমে আসায় অবরুদ্ধ অবস্থা শিথিল করতে শুরু করেছে।
তবে, বিশ্বস্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম গ্যাব্রিয়েসাস সোমবার (২০ এপ্রিল) জেনিভায় সংস্থার সদর দপ্তরে সাংবাদিকদের বলেছেন, ‘বিশ্বাস করুন, সবচেয়ে খারাপ অবস্থার এখনও বাকি। আসুন একসঙ্গে সেই ট্রাজেডি ঠেকাই। এটা এমন একটা ভাইরাস, যা এখনও মানুষ বুঝতে পারছে না।’
উল্লেখ্য, বুধবারের (২২ এপ্রিল) পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত ২৫ লাখের বেশি মানুষের কোভিড-১৯ শনাক্ত হয়েছে, আর সেরে উঠেছেন ৬ লাখ ৩৬ হাজার রোগী। মারা গেছেন ১ লাখ ৭৫ হাজারের বেশি মানুষ।
এদিকে, তুরস্কে ক্রমবর্ধমান করোনার বিস্তৃতিতে দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফাহরিতিন কোকা চিকিৎসা ব্যবস্থায় সঙ্কট নেমে আসার আশঙ্কা প্রকাশ করলেও আশাবাদী ভাষায় জানিয়েছেন, তুরস্ক পশ্চিমের দেশগুলোর মতো স্বাস্থ্যসেবায় সক্ষমতা অর্জন করতে পারেনি বটে, কিন্তু পরিস্থিতি সামলানোর মতো প্রস্তুতি রয়েছে।
-এ
The post তুরস্কে বাড়ছে করোনার বিপদ appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%a4%e0%a7%81%e0%a6%b0%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a7%9c%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%aa/
No comments:
Post a Comment