ফাতেহ ডেস্ক:
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা কার্যকর করার জন্য নিবন্ধন জরুরি। কওমী মাদরাসাগুলোকে একটি বোর্ডের অধীনে নিয়ে আসা প্রয়োজন। সেইসঙ্গে ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা কার্যকর করার জন্য নিবন্ধন জরুরি।
রবিবার (২৩ জানুয়ারি) সংসদ অধিবেশনে ঢাকা-১১ আসনের সংসদ সদস্য একেএম রহমতুল্লাহর এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, বর্তমানে দেশে ১৯ হাজার ১৯৯টি কওমী মাদরাসা রয়েছে। নীতিমালা প্রণোয়ন এবং ৬টি পৃথক বোর্ডকে একটি কওমী শিক্ষা বোর্ডে নিয়ে আসার বিষয়টি সরকারের বিবেচনায় আছে।
The post সংসদে কওমী মাদরাসার নিবন্ধন নিয়ে সরব শিক্ষামন্ত্রী appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%b8%e0%a6%82%e0%a6%b8%e0%a6%a6%e0%a7%87-%e0%a6%95%e0%a6%93%e0%a6%ae%e0%a7%80-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a6%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%a8/
No comments:
Post a Comment