Sunday, January 30, 2022

আমিরাতের কাছে আয়রন ডোম বিক্রি করবে না ইজরাইল

আন্তর্জাতিক ডেস্ক:

সংযুক্ত আরব আমিরাতের কাছে আয়রন ডোম ও ডেভিডস স্লিং উইপন সিস্টেম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রিতে অসম্মতি জানিয়েছে ইসরাইলের নিরাপত্তা সংস্থাগুলো। শুক্রবার সামরিক বিশেষজ্ঞদের বরাত দিয়ে ইসরাইল হায়োম ও মারিভ পত্রিকা তাদের প্রতিবেদনে এমন তথ্য প্রকাশ করেছে।

মারিভ পত্রিকার প্রতিবেদন অনুসারে, সামরিক বিশ্লেষক অ্যালন বেন ডেভিড বলেছেন যে আমিরাতের কাছে আয়রন ডোম ও ডেভিডস স্লিং উইপন সিস্টেম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রিতে অসম্মতি জানিয়েছে ইসরাইলি নিরাপত্তা সংস্থাগুলো। ইসরাইলি নিরাপত্তা সংস্থাগুলো দেশটির নতুন মিত্র সংযুক্ত আরব আমিরাতের কাছে কোনো ধরনের উন্নত প্রযুক্তির অস্ত্র বিক্রির সম্ভাবনা বাতিল করে দিয়েছে। এমনকি যে সকল আরব দেশ আব্রাহাম অ্যাকর্ডস নামের চুক্তির মাধ্যমে ইসরাইলের সাথে সুসম্পর্ক স্থাপন করেছে তাদের কাছেও কোনো উন্নত প্রযুক্তির অস্ত্র বিক্রি করবে না তারা।

অন্যদিকে ইসরাইল হায়োমকে ইয়াভ লিমোর নামের এক সামরিক বিশ্লেষক বলেন, সংযুক্ত আরব আমিরাতের কাছে ইসরাইল এ ধরনের উন্নত প্রযুক্তির অস্ত্র বিক্রি করতে ভয় পায়। ইসরাইলের শঙ্কা আমিরাতের কাছে এসব অস্ত্র বিক্রি করলে তার প্রযুক্তি তৃতীয় কোনো (ইসরাইলবিরোধী) দেশে পাচার হতে পারে।

সামরিক বিশ্লেষক অ্যালন বেন ডেভিড বলেন, আরব আমিরাতের কাছে উন্নত প্রযুক্তির ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রিতে অসম্মতি জানিয়েছে ইসরাইলি প্রতিরক্ষা মন্ত্রণালয়। এ কারণে, রাশিয়ান প্রযুক্তির উত্তর কোরীয় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে বাধ্য হয়েছে সংযুক্ত আরব আমিরাত।

সূত্র : মিডল ইস্ট মনিটর

The post আমিরাতের কাছে আয়রন ডোম বিক্রি করবে না ইজরাইল appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%be%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%86%e0%a7%9f%e0%a6%b0%e0%a6%a8-%e0%a6%a1%e0%a7%8b%e0%a6%ae-%e0%a6%ac%e0%a6%bf/

No comments:

Post a Comment