Sunday, January 23, 2022

ময়লার গাড়ির ধাক্কায় এবার নারী পরিচ্ছন্নতাকর্মী নিহত

ফাতেহ ডেস্ক:

রাজধানীর মহাখালীতে ময়লার গাড়ির ধাক্কায় উত্তর সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী নিহত হয়েছেন। শনিবার (২২ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিখা রানী ঘরামী (৪০) পরিবার নিয়ে মহাখালী সাততলা বস্তি এলাকায় থাকতেন।

রোববার (২৩ জানুয়ারি) দুপুরে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) শহীদুল আলম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, রাতে জাহাঙ্গীর গেটের দিকে মহাখালী ফ্লাইওভারের মুখে রাস্তায় ঝাড়ু দিচ্ছিলেন ওই পরিচ্ছন্নতাকর্মী। সেসময় ফ্লাইওভার দিয়ে আসা একটি সাদা রঙের ময়লার গাড়ি ওই নারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এই কর্মকর্তা বলেন, দুর্ঘটনার পর ময়লার গাড়িটি পালিয়ে যায়। গাড়িটি শনাক্ত করতে পুলিশ তদন্তে নেমেছে। সিসি ক্যামেরা পর্যবেক্ষণ করা হচ্ছে। গুলশানে পুলিশ পাঠানো হয়েছে।

জানা গেছে, নিহত ওই নারীর বাড়ি বরিশালের বানারীপাড়ায়। এক ছেলে এক মেয়ের জননী তিনি। তার স্বামীর নাম সীতিশ ঘরামী।

এর আগেও দুই সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় রাজধানীতে শিক্ষার্থীসহ বেশ কয়েকজন নিহতের ঘটনা ঘটে।

The post ময়লার গাড়ির ধাক্কায় এবার নারী পরিচ্ছন্নতাকর্মী নিহত appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ae%e0%a7%9f%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%97%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%a7%e0%a6%be%e0%a6%95%e0%a7%8d%e0%a6%95%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%8f%e0%a6%ac/

No comments:

Post a Comment