Tuesday, January 25, 2022

ব্রিটেন থেকে পায়ে হেঁটে হজ করতে যাচ্ছেন মোহাম্মদ

আন্তর্জাতিক ডেস্ক:

হজ পালনের জন্য ব্রিটেন থেকে পায়ে হেঁটে মক্কার উদ্দেশ্যে যাত্রা করেছেন আদম মোহাম্মদ নামের ইরাকী। সঙ্গী হিসেবে তার সাথে রয়েছে তিন চাকার একটি ট্রলি, যাতে তার আসবাবপত্র বহন করছেন এবং সার্বিয়া থেকে পাওয়া একটি কুকুর। খবর আনাদলুর।

খবরে বলা হয়, সোমবার পর্যন্ত তুরস্কের ইস্তাম্বুল এসে পৌঁছেছেন আদম মোহাম্মদ। ব্রিটেন থেকে গত বছরের আগস্টের ১ তারিখ যাত্রা শুরু করেন মোহাম্মদ। তিনি আশা করছেন আগামী জুলাইয়ের মধ্যেই মক্কা পৌঁছে যেতে পারবেন। তিনি মূলত ইরাকি বংশোদ্ভূত। গত ২৫ বছর ধরে ব্রিটেনে বসবাস করছেন।

আদম মোহাম্মদ বলেন, দীর্ঘদিন যাবত আমার মন বলছে, আমার বাড়ি থেকে মক্কা পর্যন্ত দীর্ঘ রাস্তা আমি পায়ে হেঁটে যাব। মনের কথা উপেক্ষা করতে পারিনি।

যাত্রা শুরু করতে প্রস্তুতির জন্য মোহাম্মদের দুই মাস সময় লেগেছে। এক্ষেত্রে একটি ব্রিটিশ সংস্থা তাকে সহায়তা করেছে।

সূত্র : আনাদোলু

The post ব্রিটেন থেকে পায়ে হেঁটে হজ করতে যাচ্ছেন মোহাম্মদ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%9f%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%be%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%b9%e0%a7%87%e0%a6%81%e0%a6%9f%e0%a7%87-%e0%a6%b9/

No comments:

Post a Comment