Tuesday, January 18, 2022

দিল্লিতে ৭০ আসনে লড়বে মিম, লক্ষ্য মুসলিম ও দলিত ভোটার

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের রাজধানী দিল্লির আসন্ন পৌর করপোরেশন (এমসিডি) নির্বাচনে ৭০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছে সর্বভারতীয় মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলেমিন (মিম)। এবার তারা মুসলিম ও দলিত জনসংখ্যা অধ্যুষিত এলাকার উপরে জোর দেবে।

‘মিম’-এর দিল্লির সভাপতি কালিমুল হাফিজ বলেছেন, দলটি একটি ওয়ার্ডভিত্তিক সমীক্ষা চালিয়েছে এবং সিদ্ধান্ত নিয়েছে, পূর্ব এমসিডির অধীনে ৩০টি আসন, উত্তর কর্পোরেশনের ২০টিরও বেশি এবং দক্ষিণ এমসিডি অঞ্চলে ১৫টি আসনে জোর দেওয়া হবে।

কালিমুল হাফিজ বলেন, দলের প্রধান নির্বাচনী ইস্যু হবে অননুমোদিত কলোনি, বস্তি এবং পুরানো দিল্লির যেখানে মুসলিম ও দলিতরা সংখ্যাগরিষ্ঠ সেখানে উন্নয়ন সূচকে আমল দেওয়া হয়নি। তা সে পরিচ্ছন্নতা, স্বাস্থ্য ব্যবস্থা বা শিক্ষা ব্যবস্থা হোক।

হাফিজ বলেন, দলটি পূর্ব দিল্লির দাঙ্গাকেও একটি ইস্যু হিসেবে নেবে। তাবলিগ জামাতের ঘটনার সময় দাঙ্গা হোক বা সম্প্রদায়ের প্রতি যে আচরণ করা হোক না কেন, মুসলিমরা রাজনৈতিক দলগুলোর মনোভাবে ব্যথিত।

ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসির নেতৃত্বাধীন ‘মিম’ দল ২০১৭ সালে ৯টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল কিন্তু তারা একটিতেও বিজয়ী হতে পারেনি। মহারাষ্ট্র, গুজরাট এবং কর্ণাটকের স্থানীয় সংস্থা নির্বাচনে সাফল্যে উচ্ছ্বসিত ওয়াইসি এখন দিল্লিতে তার দলকে প্রসারিত করার চেষ্টা করছেন বলে মনে করছেন বিশ্লেষকরা।

The post দিল্লিতে ৭০ আসনে লড়বে মিম, লক্ষ্য মুসলিম ও দলিত ভোটার appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a7%ad%e0%a7%a6-%e0%a6%86%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%b2%e0%a7%9c%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%ae/

No comments:

Post a Comment