Monday, January 31, 2022

আমিরাত সফরে ইজরাইলের প্রেসিডেন্ট, নিন্দা হামাসের

আন্তর্জাতিক ডেস্ক:

ইসরাইলের প্রেসিডেন্ট ইসাক হারজগের সংযুক্ত আরব আমিরাত সফরের তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনটি বলেছে, ইসরাইল ফিলিস্তিনি জনগণের ওপর বর্বর হত্যাযজ্ঞ ও নির্যাতন অব্যাহত রাখার পরেও সংযুক্ত আরব আমিরাত ইসরাইলের প্রেসিডেন্টকে আবুধাবি সফরের অনুমতি দিয়েছে।

হামাস সতর্ক করে বলেছেন, ইসরাইলি কর্মকর্তাদেরকে এভাবে আরবদেশগুলো সফরের সুযোগ দেয়া হলে তারা ফিলিস্তিনি জনগণের ওপর আরো বেশি অপরাধযযজ্ঞ চালাবে।

গতকাল রোববার সকালে হারজগ সস্ত্রীক আবুধাবি পৌঁছান। ইসরাইলের সাথে সংযুক্ত আরব আমিরাতের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার এক বছর পর তিনি এই সফরে গেলেন। হারজগের বিমান সৌদি আরবের আকাশ দিয়ে সংযুক্ত আরব আমিরাতে প্রবেশ করেন।

The post আমিরাত সফরে ইজরাইলের প্রেসিডেন্ট, নিন্দা হামাসের appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a4-%e0%a6%b8%e0%a6%ab%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%87%e0%a6%9c%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0/

No comments:

Post a Comment