Thursday, January 13, 2022

পশ্চিম তীরে ১১ ফিলিস্তিনি অবকাঠামো গুড়িয়ে দিল ইজরাইল

আন্তর্জাতিক ডেস্ক:

অধিকৃত পশ্চিম তীরে বুলডোজার দিয়ে ১১ ফিলিস্তিনি অবকাঠামো ধ্বংস করেছে ইসরাইল। বুধবার এক স্থানীয় মানবাধিকারকর্মী এ তথ্য জানিয়েছেন।

বাসিল আল-আদ্রা নামের ওই স্থানীয় মানবাধিকারকর্মী বলেন, ইসরাইল বুলডোজার দিয়ে যে পাঁচটি বাড়ি ধ্বংস করেছে তাতে ১৮ ফিলিস্তিনি বাস করেতেন। এছাড়া আরো পাঁচটি ফিলিস্তিনি কফিহাউজ ও একটি পানির কুয়া ধ্বংস করেছে ইসরাইল। দক্ষিণ হেবরন শহরের আল-ফাখেত বেদুইন সম্প্রদায়ের এলাকায় এ ধ্বংসযজ্ঞ চালানো হয়।

তিনি বলেন, পশ্চিম তীরের এরিয়া-সি এলাকার এসব ফিলিস্তিনি অবকাঠামোগুলো ধ্বংসের বিষয়ে ইসরাইলি কর্তৃপক্ষ জানিয়েছে যে ওই স্থাপনাগুলো অবৈধ। এসব ফিলিস্তিনি অবকাঠামো নির্মাণে তাদের অনুমতি নেয়া হয়নি।

১৯৯৫ সালে ফিলিস্তিনি ও ইসরাইলিদের মধ্যে হওয়া অসলো চুক্তি অনুসারে পশ্চিম তীর ও পূর্ব জেরুসালেমকে তিন অংশে ভাগ করা হয়েছে। যথা : এরিয়া-এ, এরিয়া-বি, এরিয়া-সি। জাতিসঙ্ঘে মানবাধিকারের বিষয়গুলো সমন্বয় সাধনের কাজে নিয়োজিত দফতর (ওসিএইচএ) জানিয়েছে, ২০২১ সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত পশ্চিম তীরের এরিয়া-সি ও পূর্ব জেরুসালেম এলাকায় মোট ৭৬৮টি ফিলিস্তিনি অবকাঠামো ধ্বংস করেছে ইসরাইল। ইসরাইলের এসব কর্মকাণ্ড আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন।

সূত্র : ইয়েনি শাফাক

The post পশ্চিম তীরে ১১ ফিলিস্তিনি অবকাঠামো গুড়িয়ে দিল ইজরাইল appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%aa%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%ae-%e0%a6%a4%e0%a7%80%e0%a6%b0%e0%a7%87-%e0%a7%a7%e0%a7%a7-%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a8/

No comments:

Post a Comment