Monday, January 31, 2022

ফিঙ্গারপ্রিন্ট না মেলায় ভোট দিতে পারেননি তিন মেম্বার প্রার্থী!

ফাতেহ ডেস্ক:

কুমিল্লার মুরাদনগরের ২১ ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ চলছে। উপজেলার টনকী ইউনিয়নের সোনারামপুর কেন্দ্রে ৪ জন মেম্বার প্রার্থীর মধ্যে তিনজনই নিজের ভোট দিতে পারেননি।

আজ সোমবার সাংবাদিকদের নিকট এসব অভিযোগ করেন মেম্বার প্রার্থীরা। তারা বলেন, আঙ্গুলের ছাপ না মেলায় আমরা ভোট দিতে পারিনি। তবে এই ক্ষেত্রে সৌভাগ্যবান মেম্বার প্রার্থী (ফুটবল) জসিম উদ্দিন। এই কেন্দ্রে কেবল প্রার্থী হিসেবে তিনিই ভোট দিতে পেরেছেন।

ভোট দিতে না পারা ৩ মেম্বার প্রার্থীরা হলেন- জসিম উদ্দিন জজ মিয়া (আপেল), আমির হোসেন (তালা) ও মো. সোহেল (মোরগ)। মেম্বার প্রার্থী জসিম উদ্দিন (জজমিয়া) বলেন, আমি ৪/৫ বার চেষ্টা করছি। কিন্তু আঙ্গুলের ছাপ মিলে না। তাই ভোট দিতে পারিনি।
প্রিজাইডিং অফিসার মো. মনিরুল হক বলেন, বিষয়টি জেনেছি। পুনরায় চেষ্টা করবো। আঙ্গুলের ছাপ না মিললে প্রিজাইডিং অফিসারের ক্ষমতা বলে ওই তিন মেম্বার প্রার্থীকে ভোট দেওয়ার ব্যবস্থা করা হবে।

The post ফিঙ্গারপ্রিন্ট না মেলায় ভোট দিতে পারেননি তিন মেম্বার প্রার্থী! appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%be%e0%a6%b0%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%9f-%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a7%9f/

No comments:

Post a Comment