আন্তর্জাতিক ডেস্ক:
পুলিশের ওপর হামলার পরিকল্পনার তথাকথিত অভিযোগ এনে মুসলিম ব্রাদারহুড গ্রুপের দশ সদস্যকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে মিসরের বিশ্বাসঘাতক ও স্বৈরশাসক আব্দেল ফাত্তাহ আল সিসির আদালত। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে এ তথ্য জানানো হয়েছে।
খবরে বলা হয়, সিসির আদালতে দণ্ডপ্রাপ্তদের পরিচয় প্রকাশ করা হয়নি। আর তাদের বিরুদ্ধে অভিযোগ কিভাবে প্রমাণ করা হয়েছে তাও স্পষ্ট নয়। তবে জানানো হয়েছে, দণ্ডপ্রাপ্তদের মধ্যে নয়জন গ্রেফতার রয়েছেন আর বাকি এক জন পলাতক।
আদালতের ওই রায় এখন অনুমোদনের জন্য মিসরের ধর্মীয় কর্তৃপক্ষ গ্রান্ড মুফতির কাছে যাবে। এরপর আগামী ১৯ জুন আদালত তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।
উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের সবচেয়ে প্রাচীন ইসলামি আন্দোলন ও মিসরের প্রধান বিরোধী রাজনৈতিক দল ব্রাদারহুড। ২০১৩ সালে ব্রাদারহুড সমর্থিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করে দায়িত্ব গ্রহণের পর মিসরের বর্তমান প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি ব্যাপক দমন-পীড়ন ও ধরপাকড় শুরু করেন।
The post ব্রাদারহুডের দশ সদস্যকে মৃত্যুদণ্ড দিল সিসির আদালত appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a6%be%e0%a6%b0%e0%a6%b9%e0%a7%81%e0%a6%a1%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%b6-%e0%a6%b8%e0%a6%a6%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%af%e0%a6%95%e0%a7%87/
No comments:
Post a Comment