Tuesday, March 31, 2020

হুথী বিদ্রোহীদের সাথে আনুষ্ঠানিক শান্তি আলোচনার ঘোষণা সৌদিআরবের

আন্তর্জাতিক ডেস্ক

ইয়েমেনে ইরান সমর্থিত হুথী ও আন্তর্জাতিক সমর্থিত সরকারকে শান্তি আলোচনার জন্য সৌদিতে আমন্ত্রণের ঘোষণা নিশ্চিত করেছেন ইয়েমেনে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত। খবর,স্পুটনিক

৩১ মার্চ স্পুটনিক ওয়ালস্ট্রিটের সূত্রে সৌদি রাষ্ট্রদূতের বরাতে জানায়, কয়েকদিন আগের ব্যাপক সংঘাত সত্ত্বেও পাঁচ বছর ধরে চলা যুদ্ধ বন্ধের আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে। যদিও হুথীরা এখনো সাড়া দেয়নি।

সৌদি রাষ্ট্রদূত আল জাবির বলেন, সৌদি কর্মকর্তারা  সোমবার হুথীদের সাথে আলোচনায় বলেছেন, হুথীদের ব্যালিস্টিক হামলার জবাবে গত শনিবারের হামলা হানা হয়েছিল ।

রাষ্ট্রদূত বলেন, হুথীরা চাইলে, ইয়েমেন জুড়ে যুদ্ধবিরতিতে আমরা প্রস্তুত।

উল্লেখ্য, গত রবিবার হুথীরা সৌদির স্পর্শকাতর স্থানে হামলার কথা জানায়। এবং সৌদিও পাল্টা জবাব হিসেবে সানাতে হুথীদের সামরিক অবস্থানে হামলা চালায়।

The post হুথী বিদ্রোহীদের সাথে আনুষ্ঠানিক শান্তি আলোচনার ঘোষণা সৌদিআরবের appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b9%e0%a7%81%e0%a6%a5%e0%a7%80-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%b9%e0%a7%80%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a5%e0%a7%87-%e0%a6%86%e0%a6%a8/

No comments:

Post a Comment