ফাতেহ ডেস্ক
প্রাণঘাতী করোনাভাইরাসের (কোভিড-১৯) বিস্তার ঠেকাতে এ বছর নববর্ষের অনুষ্ঠান বাতিলের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার গণভবনে করোনাভাইরাস প্রতিরোধে করণীয় বিষয়ে ৬৪ জেলারা প্রশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখার সময় তিনি এ নির্দেশ দেন।
প্রধানমন্ত্রী বলেন, এ বছর নববর্ষ উপলক্ষে কোনো অনুষ্ঠান করা যাবে না এবং বাড়ির বাইরে যাওয়া যাবে না। সবাই সবার বাসায় বসে নববর্ষ উদযাপন করবেন।
সবাইকে নববর্ষে অনুষ্ঠান না করার অনুরোধ জানিয়ে তিনি বলেন, মানুষের কল্যাণেই অনুষ্ঠান বন্ধ রাখতে হচ্ছে। তবে এখন ডিজিটাল যুগ। সবাই অনলাইনে গান-বাজনা করতে পারবেন। শুধু জনসমাগম করা যাবে না।
এ সময় চলমান সাধারণ ছুটির মেয়াদকাল বাড়ানো হতে পারে বলে ইঙ্গিত দিয়ে তিনি বলেন, ছুটি ঘোষণার পরপরই অনেকে গ্রামে বাড়ি চলে গেছেন। এখন যদি ছুটিটা না বাড়ানো হয় তাহলে ঢাকায় ফিরতে গিয়ে নতুন করে ঝুঁকি তৈরি হতে পারে। তাই আমরা এটা বাড়ানোর চিন্তা-ভাবনা করলাম। বাড়তে পারে ৯ এপ্রিল পর্যন্ত। তবে এ নিয়ে পরবর্তীতে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।
ছুটি বাড়ানোর সঙ্গে সঙ্গে সীমিত আকারে যোগাযোগ ব্যবস্থা চালু করার কথাও জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
-এ
The post নববর্ষের অনুষ্ঠান বাতিলের নির্দেশ appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%a8%e0%a6%ac%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b7%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%a8%e0%a7%81%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%a0%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%87/
No comments:
Post a Comment