ফাতেহ ডেস্ক
করোনভাইরাসসহ সকল প্রকার রোগ থেকে মুক্তির জন্য হেফাজতে ইসলামের আমির ও হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী বিশেষ দোয়া-মোনাজাতের আহ্বান জানিয়েছেন।
গতকাল রোববার (২৯ মার্চ) রাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাসসহ সকল প্রকার রোগ থেকে মুক্তি পেতে আল্লাহতায়ালার দরবারে আল্লামা শাহ আহমদ শফীর পরিচালনায় সোমবার বেলা ২টায় বিশেষ দোয়া ও মোনাজাত করার সিদ্ধান্ত গৃহিত হয়েছে।
আমিরে হেফাজতের কার্যালয় থেকে পরিচালিত বিশেষ দোয়া ও মোনাজাতে দেশ-বিদেশের সবাইকে নিজ নিজ স্থান থেকে ফেসবুক লাইভের মাধ্যমে অংশ নেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করা যাচ্ছে।
সেই সঙ্গে সোমবার সকাল থেকে খতমে সূরা ইয়াসিন, সূরা আনআম ও দোয়া ইউনুসসহ আয়াতে শেফার আমল এবং নিজ নিজ সামর্থ অনুযায়ী দান-সদকা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। কেননা হাদিসে এসেছে, ‘নিশ্চয়ই দান-সদকা আল্লাহতায়ালা রাগ প্রশমন করে এবং অযাচিত মৃত্যু দূর করে।’
মুনাজাত হাটহাজারী মাদরাসার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হবে। সবাইকে ওই সময় লাইভে যুক্ত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।
-এ
The post করোনা থেকে মুক্তির জন্য আল্লামা আহমদ শফীর বিশেষ দোয়া আজ appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%86/
No comments:
Post a Comment