ফাতেহ ডেস্ক
করোনা সংক্রমণ ঠেকাতে হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে চট্টগ্রামে বাড়ি বাড়ি অভিযান চালাচ্ছে সেনাবাহিনী।
আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল থেকে নগরীর চাঁন্দগাও আবাসিকসহ ৫টি এলাকায় কাজ করছেন সেনাবাহিনীর সদস্যরা। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে প্রবাস ফেরত লোকজনের বাড়িতে গিয়ে হোম কোয়ারেন্টাইন মানছেন কি না তা খোঁজ নেন।
পাশাপাশি তাদের সচেতনতা বাড়াতে নানা পরামর্শ দেয়া হয়। অন্যদিকে সড়কে জনসাধারণের চলাচল বন্ধে নজরদারি করছেন তারা। অপ্রয়োজনীয় কোনো দোকানপাট খোলা রাখলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।
-এ
The post চট্টগ্রামে বাড়ি বাড়ি সেনাবাহিনীর অভিযান appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%9a%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a7%9c%e0%a6%bf-%e0%a6%ac%e0%a6%be%e0%a7%9c%e0%a6%bf-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%a8/
No comments:
Post a Comment