Tuesday, March 31, 2020

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরানে ইউরোপীয় চিকিৎসা সরঞ্জাম

আন্তর্জাতিক ডেস্ক

জার্মান,ফ্রান্স ও ব্রিটেন ইরানে চিকিৎসা সমগ্রী পাঠিয়েছে বলে জানিয়েছে জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়।খবর আরটি।

খবরে বলা হয়, চলতি মাসে ইউরোপীয় ইউনিয়ন করোনাভাইরাস প্রতিরোধে ইরানে ৫.৫ মিলিয়ন ডলারের মেডিকেল ইকুইপমেন্ট পাঠানোর ঘোষণা দিয়েছিল।

জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ইরানে জার্মান, ফ্রান্স ও ব্রিটেন চিকিৎসা সরঞ্জাম পাঠিয়েছে। তবে বিবৃতিতে কী ধরণের সরঞ্জাম পাঠানো হয়েছে, তা নিশ্চিত করা হয়নি।

এদিকে ইরানে করোনা ভাইরাসের প্রকোপ হ্রাস পেতে শুরু করেছে বলে জানিয়েছে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে বিশেষজ্ঞরা বলছেন, হ্রাসপ্রাপ্তি নিশ্চিত হতে আরও সময় লাগবে।

The post মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরানে ইউরোপীয় চিকিৎসা সরঞ্জাম appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%95%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b7%e0%a7%87%e0%a6%a7%e0%a6%be%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%9e%e0%a6%be-%e0%a6%89%e0%a6%aa%e0%a7%87%e0%a6%95%e0%a7%8d/

No comments:

Post a Comment