Monday, March 30, 2020

তুরস্কে ইরানী ভিন্ন মতাবলম্বী হত্যা : ইরানী দূতাবাসের সংশ্লিষ্টতা !

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাবেক সাইবার সিকিউরিটি কর্মকর্তা ওরদানজানীকে হত্যার জন্য তুরস্ক ইরানী দূতাবাসের কর্মকর্তাদের অভিযুক্ত মনে করছে বলে জানিয়েছে তুর্কি গণমাধ্যম ইয়ানি শাফাক।

ঊর্ধ্বতন দুই তুর্কি কর্মকর্তার বরাতে রয়টার্স জানায়, গত বছরের ১৪ নভেম্বর ইরানী প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাবেক সাইবার কর্মকর্তা ওরদানজানী আততায়ীর গুলিতে মারা যান। তিনি ইরানের বিপ্লবী গার্ডের কঠোর সমালোচক ছিলেন।

রয়টার্সকে তুর্কি কর্মকর্তা আরও বলেন, কয়েক সপ্তাহ আগে আটক সন্দেহভাজন ব্যক্তিরা জানিয়েছে, তারা ইরানী দূতাবাসের গোয়েন্দা কর্মকর্তাদের নির্দেশনায় এই হত্যাকান্ড ঘটিয়েছেন।

ইস্তাম্বুল পুলিশ এই বিষয়ে কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। পাশাপাশি তুরস্কে ইরানি দূতাবাসের সাথে সংশ্লিষ্টরাও কোন মন্তব্য করতে রাজি হয়নি।

অবশ্য তুর্কি কর্মকর্তারা বলছেন, তুরস্ক শীঘ্রই এ বিষয়ে ইরানের সাথে কথা বলবে।

 

The post তুরস্কে ইরানী ভিন্ন মতাবলম্বী হত্যা : ইরানী দূতাবাসের সংশ্লিষ্টতা ! appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%a4%e0%a7%81%e0%a6%b0%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95%e0%a7%87-%e0%a6%87%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8%e0%a7%80-%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8-%e0%a6%ae%e0%a6%a4%e0%a6%be%e0%a6%ac/

No comments:

Post a Comment