Sunday, March 29, 2020

নাগরিক গ্রহণে অনিচ্ছা বাহরাইনের, এগিয়ে আসলো কাতার

আন্তর্জাতিক ডেস্ক

কাতার এয়ারপোর্টে আটকে পড়া ৩১ জন নাগরিককে গ্রহণে বাহরাইনের অসম্মতির প্রেক্ষিতে কাতারেই থাকার ব্যবস্থা করেছে কাতার সরকার।

কাতার সরকারের যোগাযোগ দপ্তরের সূত্রে নিউ আরব জানায়, ২৭ মার্চ ইরান থেকে কাতার এয়ারওয়েজের মাধ্যমে বাইরাইনের ৩১ জন নাগরিক হামাদ আন্তর্জাতিক বিমানবন্দনে অবতরণ করেন।

বাহরাইন নাগরিক ফিরিয়ে নেয়ার প্রস্তাব নাকচ করে দেয়। আটকে পড়া বাহরাইনের নাগরিকদের প্রয়োজনে কাতার নিজ খরচে বিশেষ বিমানে বাহরাইন পৌঁছে দেয়ার প্রস্তাব দিলেও প্রত্যাখ্যান করে দেশটি।

কাতার সরকার জানায়, কাতারে অবস্থানরত সকলের জীবন আমাদের কাছে  গুরুত্বপূর্ণ। ইরান থেকে আগত বাহরাইনের নাগরিকদের কাতারের বিশেষ হোটেলে ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। যতদিন তারা কাতার ত্যাগ করতে না পারে, কাতার সরকারের অর্থায়নে তারা এখানে থাকতে পারবে।

 

The post নাগরিক গ্রহণে অনিচ্ছা বাহরাইনের, এগিয়ে আসলো কাতার appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%a8%e0%a6%be%e0%a6%97%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b9%e0%a6%a3%e0%a7%87-%e0%a6%85%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%be/

No comments:

Post a Comment